ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিজিএমইএ’র দায়িত্বে মাহমুদ হাসান খান: নতুন কমিটির যাত্রা শুরু

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ২১:০৬, ১৬ জুন ২০২৫

বিজিএমইএ’র দায়িত্বে মাহমুদ হাসান খান: নতুন কমিটির যাত্রা শুরু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আনোয়ার হোসেন সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের হাতে। অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহাসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেন এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান।

নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন: 
সিনিয়র সহ-সভাপতি: ইনামুল হক খান (বাবলু), ১ম সহ-সভাপতি: সেলিম রহমান, সহ-সভাপতি: মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ): মিজানুর রহমান, সহ-সভাপতি: ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যরা (ঢাকা অঞ্চল), শাহ রাঈদ চৌধুরী,মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মো. আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মো. মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মো. হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মো. সোহেল ও সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন:  এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এস এম আবু তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান ও সেক্রেটারি আবুল কালাম (চৈতি গ্রুপ) নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে, ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান রোমো গ্রুপের চেয়ারম্যান মো. মহসিন (সিআইপি) ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

আরএল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নন-বন্ডেড এসএমই প্রতিনিধি মাহমুদ হোসেন খান বাবু বলেন, “নির্বাচনের সময় আমাদের প্ল্যাটফর্ম ভিন্ন হলেও নির্বাচন শেষে আমরা সবাই এক পরিবার—গার্মেন্টস শিল্প পরিবার।”

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বিজিএমইএ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

রাজু

×