ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আরও ৪ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:০১, ১৫ জুন ২০২৫

আরও ৪ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ

আরও ৪ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ

বাংলাদেশের আরও চারটি তৈরিপোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এগুলোর মধ্যে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড, কটন ফিল্ড বিডি লিমিটেড (প্রোডাকশন বিল্ডিং) ও আমানত শাহ ফেব্রিক্স লিমিটেড (ওভেন কম্পোজিট) কারখানা পেয়েছে লিড প্ল্যাটিনাম সনদ। অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড ৯৬, কটন ফিল্ড বিডি লিমিটেড (প্রোডাকশন বিল্ডিং) ৮৩ ও আমানত শাহ ফেব্রিক্স লিমিটেড (ওভেন কম্পোজিট) ৮২ নম্বর পেয়েছে। কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড ৬২ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ পেয়েছে। 
বিজিএমইএ সূত্র জানায়, কারখানা চারটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। সনদ পাওয়ার সাতটি শর্ত পরিপালনে মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্ল্যাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়। এ নিয়ে দেশে লিড স্বীকৃত পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮টি। এর মধ্যে ১০৫টি প্ল্যাটিনাম এবং ১২৯টি গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ১০ পরিবেশবান্ধব পোশাক কারখানার ৯টিই বাংলাদেশে। শীর্ষ ১০০টির মধ্যে রয়েছে ৬৮টি। এই অর্জন বাংলাদেশের পোশাক শিল্পকে আরও পরিবেশবান্ধব ও টেকসই হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

×