ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

অর্থনীতির জন্য আগামী ছয় মাস খুবই কঠিন

প্রকাশিত: ১২:৪১, ৮ ডিসেম্বর ২০২৪

অর্থনীতির জন্য আগামী ছয় মাস খুবই কঠিন

ছবি: সংগৃহীত

অর্থনীতির জন্য আগামী ছয় মাস কঠিন হতে পারে, এমন মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, চামচা পুঁজিবাদ থেকে বাংলাদেশ চোরতন্ত্রে পরিণত হয়েছে, যেখানে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা একযোগে দুর্নীতি করছে।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কমিটির সদস্যরা সংক্ষেপে প্রতিক্রিয়া জানান।

ড. দেবপ্রিয় বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর কাঠামো চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, ভোটের স্বচ্ছতা নষ্ট এবং স্থানীয় সরকারের জবাবদিহি দুর্বল হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ তছরুপ হয়েছে এবং দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছে।

ড. দেবপ্রিয় বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে দীর্ঘমেয়াদি সংস্কার সম্ভব নয়। তিনি সরকারের কাছে পরবর্তী বাজেটের আগে সংস্কারের পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ড. এ কে এনামুল হক বলেন, দেশের উন্নয়ন প্রকল্পে ৪০ শতাংশ অর্থ তছরুপ হয়েছে। কমিটির সদস্য ড. আবু ইউসুফ রাজস্ব বোর্ডের কার্যক্রমে দুর্বলতা তুলে ধরেন।

মেহেদী কাউসার

×