ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ব্যাংক ঋণ প্রদানে ৭% ঘুষ নেন ব্যাংকাররা

প্রকাশিত: ০১:৩৯, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪

ব্যাংক ঋণ প্রদানে ৭% ঘুষ নেন ব্যাংকাররা

কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহ দিতে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাকে খুশি করতে না পারলে মেলে না এই ঋণ।

 

গত ২০২৩-২৪ অর্থবছরে ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। কৃষকদের এই ঋণ পেতে ৬.৮২ শতাংশ ঘুষ দিতে হয়েছে, যার পরিমাণ দুই হাজার ৫৩৩ কোটি টাকা।সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে কৃষিঋণ পেতে কৃষকদের দুর্ভোগ এবং ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতির চিত্র। এক সমীক্ষায় উঠে এসেছে ঘুষ লেনদেনেরও চিত্র।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৬০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।

এই ঋণ পেতে কৃষকদের ৬.৮২ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। সে অনুযায়ী বছরে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা ব্যাংক কর্মকর্তাদের ঘুষ হিসেবে দিতে হয়েছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, কৃষিঋণের মাত্র ৫৪ শতাংশ প্রকৃতপক্ষে কৃষিতে ব্যবহার করা হয়।

ফুয়াদ

×