ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

প্রধান খাত কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবাতে ইতিবাচক প্রবণতা

অক্টোবরে অর্থনীতির প্রসার ঘটেছে

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫১, ৭ নভেম্বর ২০২৪

অক্টোবরে অর্থনীতির প্রসার ঘটেছে

অক্টোবরে অর্থনীতির প্রসার ঘটেছে

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সর্বশেষ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশের অর্থনীতির সব গুরুত্বপূর্ণ খাতে সম্প্রসারণের ধারায় ফিরেছে। এমসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে বাংলাদেশের পিএমআই বেড়ে ৫৫ দশমিক ৭ হয়েছে, যা আগের মাসের চেয়ে ছয় পয়েট বেশি। এটি দেশের অর্থনীতির জন্য টানা তিন মাস সংকোচনের পর সম্প্রসারণে ফেরার ইঙ্গিত।
পিএমআই সূচক সাধারণত ৫০ এর ওপরে থাকলে সম্প্রসারণ ধরা হয় এবং এর নিচে থাকলে সংকোচনের সংকেত দেয়। দেশের অর্থনীতির প্রধান খাত কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবাতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। কয়েক মাসের মন্দার পরে কৃষি খাতে নতুন ব্যবসা ও অন্যান্য তৎপরতা সম্প্রসারিত হয়েছে, কিন্তু এই খাতে কর্মসংস্থানের হার কমছে। এতে বলা হয়েছে, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত সম্প্রসারণের ধারায় ফিরলেও ঘন ঘন বিক্ষোভ, আইনশৃঙ্খলার শ্লথ গতি এবং জনপ্রশাসনে মন্দার মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।
অর্থনীতির মূল চারটি খাতের মধ্যে অক্টোবরে কৃষির পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫৩ পয়েন্ট, যা আগের মাসে ছিল ৪৭ পয়েন্ট। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৫৬ দশমিক ৬ পয়েন্ট। এ খাত অবশ্য অক্টোবরেও সম্প্রসারণের ধারায় ছিল। সেই মাসে এই সূচকের মান ছিল ৫২ দশমিক ৬ পয়েন্ট। নির্মাণ খাতের পিএমআই সূচকের মান ছিল ৫০ দশমিক ১ পয়েন্ট, যা আগের মাসে ছিল ৪৬ পয়েন্ট। সেবা খাতের পিএমআই সূচকের মান ছিল ৫৬ দশমিক ৯, যা আগের মাসে ছিল ৪৯ দশমিক ৪ পয়েন্ট।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ প্রতি মাসে যৌথভাবে এ সূচক প্রণয়ন করছে। পিএমআই সূচকের মান ৫০-এর নিচে থাকার অর্থ হলো, অর্থনীতি সংকুচিত হয়েছে। মোট ১০০ নম্বরের মধ্যে এ সূচক প্রণয়ন করা হয়। অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাতের নতুন ব্যবসা ও অন্যান্য তৎপরতায় গতি এসেছে, যদিও এ খাতে কর্মসংস্থানের হার কমছে। উৎপাদন খাতের নতুন ব্যবসা, রপ্তানি, কারখানার উৎপাদন- সব ক্ষেত্রেই গতি এসেছে। কিন্তু এ খাতের আমদানি, কর্মসংস্থান, সরবরাহ এসব ক্ষেত্রে এখনো সংকোচনের ধারা অব্যাহত।
অক্টোবরে নির্মাণ খাতের সম্প্রসারণ হলেও গতি ছিল অন্যান্য খাতের মধ্যে সবচেয়ে কম। উপকরণের দাম বেড়েছে, সেই সঙ্গে নতুন ব্যবসার ক্ষেত্রে কিছুটা সংকোচন হয়েছে। 
উৎপাদন খাত দ্রুততর প্রসারণ করেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানার আউটপুট, ইনপুট ক্রয় এবং ইনপুট মূল্যসূচকগুলোর জন্য প্রসারণ হয়েছে। শেষ পণ্য, আমদানি, কর্মসংস্থান, সরবরাহকারী ডেলিভারি এবং অর্ডার ব্যাকলগ সূচকগুলোর জন্য সংকোচন রেকর্ড করা হয়েছে। সেবা খাত তিন মাসের ধারাবাহিক সংকোচনের পরে প্রসারণে ফিরে এসেছে। ব্যবসা কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচকগুলোর জন্য প্রথমবারের মতো প্রসারণ রেকর্ড করা হয়েছে। নতুন ব্যবসা সূচক ধীরতর প্রসারণ রেকর্ড করেছে, যখন ইনপুট খরচ সূচক দ্রুততর প্রসারণ রেকর্ড করেছে। 
কর্মসংস্থান সূচক ধীরতর সংকোচন নির্দেশ করে। ভবিষ্যৎ ব্যবসা সূচকের ক্ষেত্রে কৃষি, উৎপাদন, নির্মাণ এবং সেবার সব মূল খাতেই ধীরতর প্রসারণ হার রেকর্ড করা হয়েছে। যদিও অর্থনীতির সব গুরুত্বপূর্ণ খাত সম্প্রসারণের লক্ষণ দেখাচ্ছে, তবুও দেশ এখনো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন ঘন ঘন প্রতিবাদ, আইনশৃঙ্খলার মন্থর উন্নতি এবং জনপ্রশাসনের ধীরগতি ইত্যাদিতে বাধাগ্রস্ত হচ্ছে। 
পিএমআই হলো একটি অগ্রণী উদ্যোগ।
 যা ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য দেশের অর্থনৈতিক অবস্থার সময়োপযোগী এবং সঠিক তথ্য দিতে সচেষ্ট থাকে।

×