ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লুমবার্গের পূর্বাভাস

বাংলাদেশে প্রবৃদ্ধির প্রধান হুমকি হবে জলবায়ু

প্রকাশিত: ১৬:২২, ২৪ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশে প্রবৃদ্ধির প্রধান হুমকি হবে জলবায়ু

ব্লুমবার্গের পূর্বাভাস

আগামী ২০৩০’র দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি হার সর্বোচ্চ হতে পারে। এ সময় অবকাঠামো খাতে ব্যয়, অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং উচ্চ উৎপাদনশীলতার সুফল পেতে শুরু করবে বাংলাদেশ। তবে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যে পড়ার শঙ্কাই ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে দেখা দিতে পারে।

বাংলাদেশের অর্থনীতি নিয়ে ২০৫৩ সাল পর্যন্ত এক পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা ব্লুমবার্গ ইন্টেলিজেন্স। সম্প্রতি প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসের আউটলুক প্রতিবেদনে অর্থনীতির গতি-প্রকৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রতিবেদনে বল হয়- দক্ষ মানব সম্পদ, গ্রামীণ এলাকায় আরও বিস্তৃত ইন্টারনেট সংযোগ, বিদেশী বিনিয়োগ, উদীয়মান খাতসমূহ এবং কর্মক্ষেত্রে আরও নারীর যোগদান বাংলাদেশের ভবিষ্যত প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে। তবে জনসংখ্যার ঘাটতি, অবকাঠামো খাতে ব্যয়ের সীমাবদ্ধতা থাকা, প্রধান রফতানি খাত গার্মেন্টস শিল্পে অটোমেশনের চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় বাংলাদেশের দীর্ঘমেয়াদি বিকাশের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা  তৈরির ঝুঁকি হিসেবে থাকবে।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্স আশা করছে খাদ্য প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশের মাধ্যমে অর্থনীতিতে  বৈচিত্র্য যোগ করার সরকারী চেষ্টা সফল হলে তা আরও বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।

প্রশিক্ষিত দক্ষ কর্মীরা বিদেশে গেলে সেখান থেকেও তারা আরও বেশি রেমিটেন্স পাঠাবেন। সেই সঙ্গে মানবসম্পদের অন্যান্য অর্জন যুক্ত হয়ে ২০৫৩ সাল নাগাদ বাংলাদেশের কর্মমুখী জনসংখ্যা বৃদ্ধি কমে যাওয়ার নেতিবাচক প্রভাব প্রশমনে সহায়ক হবে।

তবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে বাংলাদেশের ভবিষ্যত বিকাশের পথে সবচেয়ে বড় বিপদ বলেছে ব্লুমবার্গের গবেষণা শাখাটি। আউটলুক প্রতিবেদনের প্রক্ষেপণ বলছে,  বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস বাড়লে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের মোট জিডিপির ৪ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত  হতে পারে।
 

এসআর

×