ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মূলধন বাড়ল ২১ হাজার কোটি টাকা

প্রাণ ফিরেছে শেয়ারবাজারে

অপূর্ব কুমার

প্রকাশিত: ০০:৪৫, ৭ আগস্ট ২০২২

প্রাণ ফিরেছে শেয়ারবাজারে

শেয়ারবাজারে

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে প্রাণ ফিরেছে দেশের শেয়ারবাজারেঅতিমারী করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আতঙ্ক এবং ডলারের অস্বাভাবিক দরবৃদ্ধিতে বিনিয়োগকারীদের আস্থা যখন তলানিতে ঠেকছিল, ঠিক সেই সময়েই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদক্ষেপে তারল্য প্রবাহ বাড়তে শুরু করেছেব্যাংকগুলোর বিনিয়োগ সীমা নিয়ে দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যার সমাধান এবং কোম্পানির ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার মতো সিদ্ধান্তে পুঁজি ফিরে পেতে শুরু করেছেন শেয়ারে লগ্নিকারীরা

শেয়ারবাজার আকর্ষণীয় করতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু হচ্ছে চলতি মাসেসেখানে সরকারী ট্রেজারি বন্ড ও সিকিউরিটিজের লেনদেন শুরু হলে অর্থনীতিতে গতি আসবে

গত কয়েকদিনে বিএসইসি শেয়ারবাজার চাঙ্গা করতে ৩০ জন বড় বিনিয়োগকারী, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিপিএলসি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে পৃথক বৈঠক করেছেনিয়ন্ত্রক সংস্থার গুচ্ছ উদ্যোগে পতন কাটিয়ে এক সপ্তাহে সূচক বেড়েছে ১৪৬ পয়েন্টগত তিনদিনে গড়ে ১১শকোটি টাকার লেনদেন হয়েছেঅর্থা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে এতেই স্পষ্ট হচ্ছেএকই সময়ে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ২১ হাজার কোটি টাকা

করোনা পরিস্থিতির মধ্যেও দেশের শেয়ারবাজারে রেকর্ড লেনদেন ও সূচকের বৃদ্ধি ঘটেছিলবর্তমান চেয়ারম্যান ড. শিবলী রূবাইয়াত উল ইসলামের নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর প্রবৃদ্ধিতে বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বের শ্রেষ্ঠ শেয়ারবাজার হিসেবে সুনাম অর্জন করেছিল২০১০ সালের ভয়াবহ ধসের পর দীর্ঘ ১০ বছরের মন্দাবস্থা থেকে বের হয়ে আসে বাজারটিইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর একটি বিশেষ গোষ্ঠী গুজব ছড়িয়ে দরপতন ঘটাতে থাকে

ব্যাংকের বিনিয়োগ সীমা, মার্জিন ঋণ হিসেবে ফোর্সড সেল এবং নানা অজুহাতে ইচ্ছাকৃত বিক্রির চাপ দিতে থাকে তারাভয়ে আতঙ্কে বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি বাড়াতে থাকেপরিস্থিতি মোকাবেলায় কমিশন তাক্ষণিক তালিকাভুক্ত কোম্পানির দর কমার ক্ষেত্রে ২ শতাংশের সার্কিট নির্ধারণ করে দেয়এরপরেও গুজব সৃষ্টিকারীরা থেমে থাকেনিনানা ইস্যুতে অস্থিরতা তৈরি চেষ্টা করতে থাকেকমিশন আপ্রাণ চেষ্টা করে আতঙ্ক কমানোরঅবশেষে কমিশন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সক্ষম হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গবর্নরের দায়িত্ব নেয়ার পর তিনি ব্যাংকের বিনিয়োগসীমা সংক্রান্ত জটিলতা কাটানোর আশ্বাস দেনবাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. ফজলে কবিরের সময়ে নানা ইস্যুতে বিএসইসির সঙ্গে কিছুটা মতভেদ ছিলকিন্তু বর্তমান গবর্নরের সময়ে দুই সংস্থার মধ্যে দূরত্ব কমে যায়বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সঙ্গে গবর্নরের একাধিকবার শুভেচ্ছা বিনিময়সহ বৈঠক অনুষ্ঠিত হয়

এই সময়ে গবর্নর শেয়ারবাজার উন্নয়নে সব ধরনের নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দেনব্যাংকের বিনিয়োগসীমা সংক্রান্ত জটিলতা কাটাতে বিএসইসির উদ্যোগে একাত্মতা প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংকঅর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পেয়ে বাংলাদেশ ব্যাংকও বৃহস্পতিবার বিনিয়োগ সীমা নিয়ে প্রজ্ঞাপন জারি করে

বিএসইসির চেয়ারম্যান ড. শিবলী রূবাইয়াত উল ইসলাম জনকণ্ঠকে বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানির ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার পর শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছেএছাড়া শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা সংক্রান্ত জটিলতা নির্দেশনার মাধ্যমে সমাধান করা হয়েছেব্যাংকের বিনিয়োগসীমা সংক্রান্ত জটিলতা দীর্ঘদিনের একটি সমস্যা ছিলআইন আকারে এই সমস্যার সমাধান করতে গেলে আরও বেশি সময় লাগত

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, নতুন গবর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেয়ার পরই ব্যাংকের বিনিয়োগ সীমা মীমাংসাসহ শেয়ারবাজার গতিশীল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেনবাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই সুসম্পর্ক আগামীতে দেশের অর্থনীতি বেগবান করবেসমন্বিত উদ্যোগের ফলে সব সমস্যার সমাধান করা সম্ভব হবেদেশের অর্থনীতি অনন্য উচ্চতায় পৌঁছবে

চলতি মাসেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) সরকারী ট্রেজারি বন্ড ও সিকিউরিটিজের লেনদেন শুরু হবেএই বোর্ড চালু হলে শেয়ারবাজারে নতুন মাত্রা যোগ হবেবোর্ডটি গঠনে কারিগরিসহ যাবতীয় ব্যবস্থাপনায় রয়েছে লন্ডনের ডন গ্লোবালআরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কয়েকটি সংস্থা যোগাযোগ শুরু করেছেএতে বোঝা যাচ্ছে গত এক বছরে বিদেশে বাংলাদেশে ব্র্যান্ডিংয়ের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছেএটির গতি আরও বাড়বে

এখন থেকে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিটের হিসাব হবে শেয়ারের ক্রয়মূল্যের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকনির্দেশনায় বলা হয়, সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছেএখন থেকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬-ক উপধারা অনুযায়ী, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের উর্ধসীমা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ধারণকৃত শেয়ারের ক্রয়মূল্যকে বাজারমূল্যহিসেবে বিবেচনা করতে হবেশেয়ার, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড ও অন্যান্য শেয়ারবাজার নিদর্শনপত্রের বাজারমূল্য হিসাবায়নের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে

অবশ্য ব্যাংকের বিনিয়োগ সীমা সংক্রান্ত সিদ্ধান্তের আগেই গত ২৮ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার সিদ্ধান্ত দেয়গত রবিবার থেকে যা কার্যকর হয়এতে দাম সমন্বয় করায় রবিবার শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যায়

আর লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের উর্ধমুখী প্রবণতাএতে টানা পতন থেকে বেরিয়ে একদিনেই ডিএসইর প্রধান সূচক বাড়ে ১৫৩ পয়েন্টএরপরেও দরবৃদ্ধির ধারা অব্যাহত থাকে

বিএসইসির এমন উদ্যোগের ফলে টানা তিন সপ্তাহ পতনের পর গত সপ্তাহ বড় ধরনের উর্ধমুখিতার মধ্য দিয়ে পার করে দেশের শেয়ারবাজারসপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচকওএতে এক সপ্তাহেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২১ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে

গত ২ আগস্ট বিএসইসির ড. শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়বৈঠকে যেসব মার্চেন্ট ব্যাংকের অলস টাকা অব্যবহৃত রয়েছে, তাদের শেয়ার কেনার পরামর্শ দেয়া হয়এছাড়া তাদের নিষ্ক্রিয় বিনিয়োগকারীর সক্রিয় করা এবং যেসব ব্রোকারেজ হাউসের সম্প্রতি শেয়ার বিক্রি করা হয়েছে তাদের কমপক্ষে ১০ শতাংশ শেয়ার কেনার নির্দেশ দেয় কমিশন

এর আগে বিপিএলএসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে নিজ কোম্পানির শেয়ার কিনতে প্রয়োজনে আইন শিথিলের ইঙ্গিত দেয়া হয়আইন অনুযায়ী কোম্পানির পরিচালকরা লভ্যাংশ ঘোষণার আগের দুই মাস অর্থা বছর শেষের আগের দুই মাস শেয়ার কেনা-বেচা করতে পারে নাপ্রয়োজনে শেয়ার কিনলে বিষয়টি শিথিল করার নিশ্চয়তাও কমিশন দিয়েছেগত ২৫ জুলাই বিএসইসিতে ৩০ জন বড় বিনিয়োগকারীর সঙ্গে অঘোষিত বৈঠকের আয়োজন করা হয়সেখানে শেয়ারবাজারের তারল্য প্রবাহ বাড়াতে এবং আস্থা ফেরাতে শেয়ার কেনার পরামর্শ দেয়া হয়েছেপ্রয়োজনে ছোট-খাটো ভুলত্রুটিও শিথিল করার নিশ্চয়তা দেয় কমিশনএসব উদ্যোগের কারণেই ইতিবাচক প্রভাব পড়েছে

বাজার বিশ্লেষকরা বলছেন, টানা পতনের মধ্যে শেয়ারবাজার উর্ধমুখী রাখতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) বেঁধে দেয়া এবং শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে বাজার মূল্যের বদলে ক্রয়মূল্য বিবেচনায় নিতে অর্থ মন্ত্রণালয়ের দেয়া সম্মতিএর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে দর কমার ক্ষেত্রে ২ শতাংশ সার্কিট আরোপ করা হয়সাময়িকভাবে বাজারকে এটিও মনস্তাত্ত্বিকভাবে সাপোর্ট দিয়েছিল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুর দিকে শেয়ার বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও লেনদেনের শেষদিকে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের তথ্য চলে আসেফলে সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়এতে সপ্তাহের পাঁচ কার্যদিবসেই শেয়ার বাজার উর্ধমুখী থাকে

এতে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চার লাখ ৯২ হাজার ১১৩ কোটি টাকাঅর্থা গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৩৬৪ কোটি টাকাআগের তিন সপ্তাহের টানা পতনে বাজার মূলধন কমে ২৬ হাজার ৬৫৯ কোটি টাকা

বিশিষ্ট অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, ফ্লোর প্রাইস দেয়ার আপাতত একটি কোম্পানির দর আরও কমতে পারবে নাআতঙ্কের বাজারে লেনদেন কম হলেও এটি বিনিয়োগকারীদের ভরসা দেবেআর ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে ব্যাংকের নির্দেশনা শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে

×