ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের গবর্নরের বিদায়

আমার টেনশনমুক্ত বিশ্রাম দরকার : গবর্নর

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৬, ৪ জুলাই ২০২২

আমার টেনশনমুক্ত বিশ্রাম দরকার : গবর্নর

গবর্নর ফজলে কবিরের শেষ কর্মদিবসে রবিবার বাংলাদেশ ব্যাংকে বিদায় সংবর্ধনা

আমি ৪২ বছর যে ঘোড়ায় চড়ে আসছি সেই ঘোড়াটাকে একটু রেস্ট দেব আমি রেস্ট নেব তারপর আবার সেই আমি ঘোড়ায় চড়ে সূর্যাস্তের দিকে চলে যাব৷

রবিবার বাংলাদেশ ব্যাংক গবর্নর হিসেবে শেষ কর্মদিবসে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এভাবে অনুভূতি ব্যক্ত করেন ফজলে কবিরঅনুষ্ঠানে সম্মাননীয় অতিথি ছিলেন গবর্নরের সহধর্মিণী সাবেক সচিব মাহমুদা শারমীন বেনু

বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ডেপুটি গবর্নররা

বিদায়ী গবর্নর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকে বছর মাস দায়িত্ব পালন করেছি। এখানে সবার কাজ খুব উন্নতমানের। তাদের মধ্যে অনেক অতিমেধাবী আছেন। এটা অন্য কোনো মন্ত্রণালয়ে আমি পাইনি। সবাই কাজ নিবেদিতভাবে করেন। সবাই কাজ খুব উপভোগ করেই করেন। সবার ভালোবাসা আমি পেয়েছি৷

আমার এখন বিশ্রাম দরকার। বিশ্রামে তো এখনো আছি। কিন্তু টেনশনমুক্ত বিশ্রাম দরকার।

২০১৬ সালে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ পান সাবেক অর্থসচিব ফজলে কবির। ছয় বছরের বেশি সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করলেন তিনি

দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তার বিশেষ অবদান রয়েছে। ফজলে কবিরের মেয়াদে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ায়

অর্থনীতির অন্য সূচকগুলোও দীর্ঘদিন ধরে ইতিবাচক ধারায় রয়েছে। করোনা মহামারি এবং যুদ্ধের মধ্যেও অর্থনীতিকে সঠিক পথে রাখতে বিচক্ষণতার জন্য প্রশংসিত হয়েছেন ফজলে কবির

অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের নতুন গবর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ১২ জুলাই তিনি যোগদান করবেন

 

সম্পর্কিত বিষয়:

×