
ছবি: সংগৃহীত
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা তারেক আহমেদ বেগ এবং মোহাম্মদ মাসুদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকায় পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা তাঁদের সভাপতি ও সম্পাদক পদে দুই (০২) বছরের জন্য নির্বাচিত করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন এবং কামারুম মুনিরা।
নবনির্বাচিত সভাপতি মির্জা তারেক আহমেদ বেগ ও সেক্রেটারি মোহাম্মদ মাসুদ আলম বিপিএম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।
অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
শিহাব