ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিদেশে পড়তে যাচ্ছেন? জেনে নিন বিশ্বের সেরা ১০ ছাত্রবান্ধব শহর

প্রকাশিত: ১৮:০৯, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১০, ২০ জুলাই ২০২৫

বিদেশে পড়তে যাচ্ছেন? জেনে নিন বিশ্বের সেরা ১০ ছাত্রবান্ধব শহর

ছবিঃ সংগৃহীত

বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু প্রশ্ন থাকে—কোন শহরে পড়লে শিক্ষা, অভিজ্ঞতা আর ভবিষ্যৎ—সবকিছুর দিক থেকেই সবচেয়ে ভালো হবে?

এই প্রশ্নের উত্তর দিতে প্রতিবছর QS প্রকাশ করে তাদের Best Student Cities র‍্যাঙ্কিং, যেখানে নানা দিক বিচার করে নির্ধারণ করা হয় কোন শহর ছাত্রদের জন্য সবচেয়ে উপযুক্ত।

এশিয়ার জয়জয়কার, সবার ওপরে সিওল
২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে বড় চমক দিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। এই শহর এবার প্রথমবারের মতো পুরো তালিকায় ১ নম্বরে উঠে এসেছে। ছয় বছর টানা শীর্ষে থাকা লন্ডন পিছিয়ে এবার ৩ নম্বরে। টোকিও তার ২ নম্বর অবস্থান ধরে রেখেছে, যা আবারও প্রমাণ করে যে এশিয়া এখন শুধু প্রযুক্তিতে নয়, উচ্চশিক্ষায়ও বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

সেরা ১০ ছাত্রবান্ধব শহর — কিউএস-২০২৬ (QS 2026) অনুযায়ী:

  • সিওল
  • টোকিও
  • লন্ডন
  • মিউনিখ
  • মেলবোর্ন
  • সিডনি
  • প্যারিস
  • বার্লিন
  • জুরিখ
  • ভিয়েনা

এই শহরগুলো শুধু ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত নয়, চাকরির সুযোগ, আন্তর্জাতিক ছাত্রদের স্বাগত জানানোর মনোভাব এবং জীবনযাত্রার মান সবদিক থেকেই এগিয়ে।

ভারতীয় শহর কোথায় দাঁড়িয়ে?
শেষ দশকে ভারতের বিশ্ববিদ্যালয়ের মান উন্নত হয়েছে ঠিকই (৩৯০% বেশি প্রতিষ্ঠান QS র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে), কিন্তু শহরের দিক থেকে ভারতের অবস্থা এখনও দুর্বল।

মুম্বই রয়েছে ১৫০তম (সর্বশেষ) স্থানে

  • দিল্লি – ১৪৭তম
  • চেন্নাই – ১৪৬তম
  • বেঙ্গালুরু – ১৪৮তম

তবে QS জানিয়েছে, ভারতীয় শহরগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, এবং ভবিষ্যতে এগিয়ে আসবে।

কে কার চেয়ে এগিয়ে?

  • কুয়ালালামপুর (মালয়েশিয়া) প্রথমবার ১২তম হয়ে শীর্ষ ১৫-তে জায়গা করে নিয়েছে
  • বেইজিং ও তাইপেই তাদের ইতিহাসের সেরা অবস্থানে (১৩ ও ১৪তম)
  • হংকং পাঁচ ধাপ এগিয়ে ১৭তম

কেন পিছিয়ে পড়েছে লন্ডন?
লন্ডনের পতনের মূল কারণ হলো চড়া খরচ। ‘Affordability’ ক্যাটাগরিতে লন্ডনের অবস্থান এবার ১৩৭তম, যেটি তাদের সামগ্রিক র‍্যাঙ্কে বড় ধাক্কা দিয়েছে।

কী শিখলাম এই র‍্যাঙ্কিং থেকে?
এই র‍্যাঙ্কিং কেবল সংখ্যা নয়, বরং হাজার হাজার ছাত্রের ভবিষ্যতের পথচলার দিশা। ভালো শিক্ষা মানেই শুধু বিশ্ববিদ্যালয়ের নাম নয়—শহরটির পরিবেশ, খরচ, সুযোগ আর অভিজ্ঞতার দিকও ভীষণ গুরুত্বপূর্ণ।

বিদেশে পড়ার কথা ভাবলে এখন শুধু পশ্চিমা দেশগুলোর দিকে তাকানোর দরকার নেই—এশিয়া এখন অনেকক্ষেত্রেই এগিয়ে। আর ভারতের শহরগুলোও ধীরে ধীরে উন্নতি করছে।

 

 
 

মারিয়া

আরো পড়ুন  

×