ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অনেকেই হার মেনেছেন:চোখের সামনেই আছে সাপ, কিন্তু দেখতে পাবেন না!

প্রকাশিত: ১৭:২০, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৭:২১, ২০ জুলাই ২০২৫

অনেকেই হার মেনেছেন:চোখের সামনেই আছে সাপ, কিন্তু দেখতে পাবেন না!

ছবি: সংগৃহীত

রেডিটে শেয়ার হওয়া একটি অপটিক্যাল ইলিউশন রীতিমতো বিভ্রান্ত করেছে দর্শকদের। ছবিতে দেখা যাচ্ছে একটি শান্ত, রোদেলা বাগানের দৃশ্য—সবুজ ঘাসে মোড়া মাঠ, একটি টবভর্তি ফুলের গাছ, দেয়ালের পাশে রাখা একটি গার্ডেন টুল আর পেছনে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ি। প্রথম দেখায় ছবিটি একেবারেই সাধারণ মনে হলেও, এর মধ্যেই সুচতুরভাবে লুকিয়ে আছে একটি সাপ!

এই ধরণের অপটিক্যাল ইলিউশন কেবল বিনোদনের উপকরণ নয়, বরং এগুলো আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালীকে পরীক্ষা করে। চোখকে ধোঁকা দিয়ে এ ধরনের ধাঁধা আমাদের দৃষ্টিশক্তি, গভীরতা বোঝার ক্ষমতা ও পারিপার্শ্বিক বিশদ বিশ্লেষণ করার ক্ষমতা কীভাবে কাজ করে, তা তুলে ধরে।

ছবিটি রেডিট ব্যবহারকারী @Winteraine78 পোস্ট করার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে খোঁজার ধুম। কেউ কেউ দাবি করেছেন তাঁরা সাপটিকে এক ঝলকেই খুঁজে পেয়েছেন, আবার অনেকেই বলছেন তাঁরা অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকেও সাপের হদিস পাননি।


এই ধরণের পাজল আমাদের কৌতূহল জাগিয়ে তোলে এবং মস্তিষ্ককে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করে। যখন লুকিয়ে থাকা কোনো জিনিস খুঁজে পাওয়া যায়, তখন একধরনের সন্তুষ্টিও আসে। আর এখানেই অপটিক্যাল ইলিউশনের সৌন্দর্য—এগুলো আমাদের দেখার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে।

আপনি কি সাপটি খুঁজে পেয়েছেন?
না পেলে চিন্তার কিছু নেই। অনেকেই খুঁজে পাননি। সেটাই তো এই ধাঁধার আসল আকর্ষণ—যা চোখের সামনে থাকলেও, চোখ বুঝে যায় না! এ ধরনের ছবি আমাদের মনে করিয়ে দেয়, অনেক সময় যেটা খুঁজছি, সেটা আমাদের চোখের সামনেই থাকে—শুধু দেখার কৌশলটা পাল্টাতে হয়।

শিহাব

×