
ছবি:সংগৃহীত
আপনি যদি ভারতীয় পাসপোর্টধারী হন, তাহলে নিশ্চয় জানেন UK ভিসা পাওয়া মানে একটা বড় অ্যাচিভমেন্ট! কাগজপত্রের পাহাড়, ইন্টারভিউয়ের টেনশন, সব মিলিয়ে একরকম যুদ্ধই। কিন্তু জানেন কি, একবার যদি এই ‘জাদুমন্ত্রের মতো’ UK ভিসাটা হাতে পেয়ে যান, তাহলে শুধু লন্ডন নয়—আরও কয়েকটা চমৎকার দেশে পা রাখা যাবে, সেটাও কোনও বাড়তি ভিসা ছাড়াই!
হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনার বৈধ UK ভিসা থাকলে পৃথিবীর আরও কিছু মনভোলানো দেশে ঢুকতে পারবেন একদম ফ্রি-স্টাইলে। কোথাও মাল্টিপল এন্ট্রি ভিসা হলেই চলবে, কোথাও সেটা ব্যবহার হয়ে থাকতে হবে—এই টুকু শর্ত মানলেই ব্যাস, ঘুরে আসুন চোখধাঁধানো কিছু জায়গা!
চলুন জেনে নিই সেই ৮টি দেশ যেগুলো আপনার UK ভিসাকে একরকম VIP পাস হিসেবে মেনে নেয়:
১. সার্বিয়া – অচেনা ইউরোপের মজার দেশ
UK মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলেই আপনি এখানে ৯০ দিন থাকতে পারবেন (১৮০ দিনের মধ্যে)।
কেন যাবেন: বেলগ্রেডে রাতে পার্টি, নদীর ধারে চিল, আর পুরনো দুর্গ দেখে মনে হবে টাইম ট্র্যাভেলে চলে গেছেন। ইউরোপের দামি শহরগুলোর চেয়ে অনেক সস্তা আর মজার জায়গা।
২. আলবেনিয়া – ইউরোপের গোপন রত্ন
ব্যবহৃত মাল্টিপল UK ভিসা থাকলেই চলে। থাকতে পারবেন ৯০ দিন পর্যন্ত।
কেন যাবেন: ক্সামিল-এর সাদা বালি আর নীল জল, বেরাট-এর পাহাড় ঘেরা শহর, আর পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে যেন দামের দিক থেকে কম, অভিজ্ঞতায় প্রিমিয়াম।
৩. আয়ারল্যান্ড – সবুজে মোড়া কবিতার দেশ
প্রথমে UK-তে ঢুকতে হবে (British-Irish Visa Scheme), তারপর ফেরা বা ট্রেন ধরে চলে যান আয়ারল্যান্ডে।
কেন যাবেন: Dublin-এর বুক স্টোর, Cliffs of Moher-এর অসীম সৌন্দর্য আর Galway-এর পথঘাটে গান—সব কিছুই যেন একখানা সিনেমা!
৪. মন্টেনেগ্রো – ছোট দেশের বড় বিস্ময়
UK ভিসা যতদিন বৈধ, ততদিন আপনি এখানে থাকতে পারবেন (সর্বোচ্চ ৩০ দিন)।
কেন যাবেন: Kotor শহর যেন কোনও ফ্যান্টাসি নভেলের পাতা থেকে উঠে এসেছে। পাহাড়, সমুদ্র আর ইতিহাসের নিখুঁত মিশেল।
৫. পেরু – দক্ষিণ আমেরিকার প্রাণ
UK ভিসা ছয় মাসের জন্য বৈধ হলে, সরাসরি ঢুকে পড়ুন! থাকতে পারবেন ১৮০ দিন পর্যন্ত।
কেন যাবেন: মাচু পিচুর পাহাড়ে ট্রেকিং, লিমার সেভিচে, আর ইনকাদের ইতিহাস—পেরু মানেই একসঙ্গে অ্যাডভেঞ্চার আর সংস্কৃতি।
৬. ফিলিপাইন – হাসিমুখের স্বর্গ
ফেরার টিকিট, হোটেল বুকিং আর UK ভিসা থাকলেই আপনি ৩০ দিন এখানে থাকতে পারবেন।
কেন যাবেন: দ্বীপের পর দ্বীপ, সাদা বালির সৈকত, আর প্রাণখোলা মানুষ—ফিলিপাইন একবার গেলে মনে হবে, কেন এতদিন যাইনি?
৭. জর্জিয়া – যেখানে পাহাড় আর সংস্কৃতি হাতে হাত ধরে
UK ভিসা থাকলেই আপনি ৯০ দিন (১৮০ দিনের মধ্যে) জর্জিয়ায় থাকতে পারবেন।
কেন যাবেন: তিবলিসির পুরনো শহরে হেঁটে বেড়ানো, গরম ঝর্ণা আর খিনকালি খাওয়া—জর্জিয়া যেন রূপকথার দেশ, বাস্তবের মধ্যে।
৮. সিঙ্গাপুর – ট্রানজিটে স্বপ্নের শহর
UK ভিসা থাকলে (স্টিকার থাকতে হবে, ৩০+ দিনের জন্য বৈধ), আপনি সিঙ্গাপুরে ৯৬ ঘণ্টা থাকতে পারবেন, যদি আকাশপথে বা জাহাজে ট্রানজিট করেন।
কেন যাবেন: এক রাতের জন্য হলেও মেরিনা বে স্যান্ডস, চিলি ক্র্যাব আর নাইট সাফারি তো মিস করা যায় না!
ট্র্যাভেলারদের জন্য ছোট্ট গাইড:
হোটেল বুকিং, রিটার্ন টিকিট আর ব্যাংক স্টেটমেন্ট সবসময় সঙ্গে রাখুন।
আপনার UK ভিসা যেন পুরো যাত্রা চলাকালীন বৈধ থাকে।
আর হ্যাঁ, রওনা দেওয়ার আগে সেই দেশের অফিসিয়াল সাইট বা দূতাবাস থেকে হালনাগাদ তথ্য দেখে নেবেন।
শেষ কথাটা একটু বন্ধুর মতোই বলি
UK ভিসা মানে শুধু লন্ডনের ধোঁয়া-ধরা সকাল না, এটা একটা পাস যা দিয়ে আপনি ঘুরে আসতে পারেন দুনিয়ার নানা কোণা—কম টাকায়, কম ঝামেলায়, কিন্তু অভিজ্ঞতায় ভরপুর!
মারিয়া