ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ইনস্টাগ্রামে কে আপনাকে “গোপনে” দেখছে? এই ৪টি টিপস ফলো করে জানুন এখনই

প্রকাশিত: ২০:৩৫, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪১, ১৯ জুলাই ২০২৫

ইনস্টাগ্রামে কে আপনাকে “গোপনে” দেখছে? এই ৪টি টিপস ফলো করে জানুন এখনই

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কে আপনাকে দেখছে বা ফলো করছে—এই প্রশ্নটি অনেক ব্যবহারকারীর মনেই ঘোরাফেরা করে। যদিও Instagram সরাসরি কোনো ব্যবহারকারীকে জানান না কে তার প্রোফাইল ভিজিট করছে, তবুও কিছু পরোক্ষ উপায় রয়েছে যার মাধ্যমে আন্দাজ করা যায়, কে আপনার প্রোফাইল নিয়মিত পর্যবেক্ষণ করছে।

স্টোরি ভিউয়ার লিস্টই ইঙ্গিত দেয়!
বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রামে দেওয়া স্টোরির ভিউয়ার লিস্টে যারা নিয়মিত উপরের দিকে থাকে, তারা সাধারণত সেইসব ব্যক্তি যারা আপনার প্রোফাইল বা কনটেন্টে সবচেয়ে বেশি একটিভ। এরা হতে পারে এমন কেউ, যে আপনাকে নিয়মিত দেখছে, আপনার কনটেন্টে লাইক দিচ্ছে বা সরাসরি মেসেজ করছে।

ইন্টার‍্যাকশনের মাধ্যমেই ধরা পড়ে আগ্রহ
কোনো নির্দিষ্ট আইডি যদি নিয়মিত আপনার পোস্টে লাইক বা কমেন্ট করে, অথবা স্টোরিতে রিঅ্যাক্ট করে, তাহলে ধরে নেওয়া যায় সে ব্যক্তি আপনার অ্যাকাউন্টে আগ্রহী এবং আপনাকে সময় দিচ্ছে।

“Close Friends” ফিচার হয়ে উঠছে ‘গোপন নজরদারির’ হাতিয়ার!
অনেক ব্যবহারকারী এখন Instagram-এর “Close Friends” ফিচার ব্যবহার করে চুপিচুপি বুঝে নিচ্ছেন কে তাদের দেখছে। তারা শুধু একটি নির্দিষ্ট আইডিকে লিস্টে রেখে তার জন্য আলাদা স্টোরি দেন। এরপর সেই ব্যক্তি স্টোরি দেখেছে কিনা, সেটি দেখে অনেকটাই নিশ্চিত হওয়া যায়—সে আপনার প্রতি কৌতূহলী।

ভুয়া অ্যাপ থেকে সাবধান!
তবে প্রযুক্তি বিশারদরা সতর্ক করেছেন—“কে আপনার প্রোফাইল দেখেছে” এমন দাবি করা তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে।


যদিও Instagram সরাসরি কাউকে জানান না কে আপনার প্রোফাইল দেখেছে, তবে স্টোরি ভিউয়ার, কনটেন্টে ইন্টার‍্যাকশন এবং Close Friends কৌশল ব্যবহার করে আপনি অনেকটাই আন্দাজ করতে পারেন কে আপনার উপর নজর রাখছে।
 

 
 

মারিয়া

×