ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ উন্মাদনা

প্রকাশিত: ২২:৩১, ৪ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ উন্মাদনা

.

চলছে বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল ‘কাতার বিশ্বকাপ ২০২২’ টুর্নামেন্ট। বিশ্বজুড়ে টানটান উত্তেজনা। তবে বিশ্বের মধ্যে বাঙালি নয়, বাংলাদেশীদের মধ্যে আবেগ আর উচ্ছ্বাস খানিকটা হলেও বেশি। তার বহির্প্রকাশ অনায়াসেই চোখে পড়ে। বিভিন্ন জায়গায় প্রজেক্টরের সাহায্যে চলছে খেলা দেখার ব্যবস্থা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বিশাল পর্দায় রাত জেগে খেলা উপভোগ করছে রেকর্ডসংখ্যক খেলাপ্রেমী। প্রকৃতিতে চলছে হিমশীতল পরিবেশ। বিশাল জন স্রোত থেকে মধ্যরাতে হৈ হৈ করে উঠা উচ্ছ্বাসের কাছে সে হিমবাহও পরাজিত।

পরদিন অফিস আর কাজের ব্যস্ততাও ফুটবলপ্রেমীদের রাত জেগে খেলা দেখা থামাতে পারে না। থাকে বিভিন্ন রকম খাবারের ব্যবস্থাও। ফুটপাত থেকে নিয়ে বড় বড় শপিংমলেও চলছে জার্সি বিক্রি। প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা থেকে ঘুরে বেড়ানোও চলে চরম উৎসাহে। শিশুদের মধ্যেও চলছে খেলার এই আমেজ। তারা কিছু না বুঝলেও বড়দের দেখে জার্সি পড়তে এবং খেলা দেখতে খুব উৎসাহ প্রকাশ করছে। জায়গায় জায়গায় চলছে কে কার চেয়ে বেশি বড় পতাকা বানাতে পাওে সেই প্রতিযোগিতা। আমাদের দেশে প্রধানত আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারই সবচেয়ে বেশি। এমনও দেখা যায়, প্রিয় দলের বিশাল লম্বা পতাকা বানিয়ে ৭/৮ তালার উপর থেকে ২ তালা পর্যন্ত বেঁধে রাখা হয়েছে। অফিসেও টানানো হয় ছোট-বড় পতাকা। বাঙালির এমনিতেই ১২ মাসে তের পার্বণ। এসব উৎসবগুলো তাই বাড়তি আনন্দ নিয়ে দেশজুড়ে মাতিয়ে রাখে সবাইকে।
যাপিত জীবন প্রতিবেদক

×