ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ জুন ২০২২

‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই-গবর্নেন্স এ্যান্ড ইনোভেশন এ্যাকশন প্ল্যান ইপ্লিমেন্টেশন কমিটি আয়োজিত ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন প্রধান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি, রাজনীতি, অর্থনীতি, মানুষের আচার-আচরণ, শিক্ষা, যোগাযোগ, প্রযুক্তি সব বিষয় স্মার্ট বাংলাদেশের অন্তর্ভুক্ত। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীগণ নেতৃত্ব দেবেন। ই-গবর্নেন্স এ্যান্ড ইনোভেশন এ্যাকশন প্ল্যান ইপ্লিমেন্টেশন কমিটির সভাপতি অধ্যাপক ড. এম শামীম কায়সারের পরিচালনায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক এবং ডিনস কমিটির সভাপতি ও গাণিতিক এবং পদার্থাবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার। সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক এবং অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন।
×