ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকেরগঞ্জ কবাই তক্ষকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২১:৩২, ২৭ জুন ২০২২

বাকেরগঞ্জ কবাই তক্ষকসহ গ্রেফতার ৩

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারের অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী পাচারকারী দলের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে বন্যপ্রাণী একটি তক্ষক উদ্ধার করা হয়। ২৭ জুন দুপুর ১.৩০ মিনিটের ওই অভিযানে গ্রেফতারকৃতরা হলো মেহেন্দিগঞ্জ থানার -চর ভোলানাথ গ্রামের মৃত্য- জেরাল চৌকিদারের পুত্র ইয়াছিন চৌকিদা। কাউনিয়া থানার বাটনা গ্রামের মৃত্য কাঞ্চন হাওলাদারের পুত্র রফিক হাওলাদার। বাকেরগঞ্জ উপজেলা কবাই ইউপির লক্ষিপাশা গ্রামের মো: শাওজাহান হাওলাদার এর পুত্র শহিদুল ইসলাম। অভিযানের সময় পেয়ারপুর বাজারের চন্দ্রবিন্দু ভবনের নিচের গলির রাস্তা থেকে তাদের গ্রেফতার করে বরিশাল র‍্যাব-৮ এর এডি রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম। র‍্যাব সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাকেরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। র‍্যাব এর পক্ষ থেকে বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
×