ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে পদ্মাসেতু : পাটমন্ত্রী

প্রকাশিত: ২০:১৮, ২৫ জুন ২০২২

১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে পদ্মাসেতু : পাটমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী গেলাম দস্তগীর গাজী বলেছেন, অনেক কষ্টের বিনিময়ে পদ্মাসেতু পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছিলেন। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উপহার দিলেন পদ্মাসেতু। এটি বাঙালি জাতিকে তার দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। শনিবার নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজ আমরা পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ করব বলেই এখানে উপস্থিত হয়েছি। গ্রামে গ্রামে এ আনন্দ ছড়িয়ে পড়েছে। সারাদেশে উৎসব হচ্ছে।তিনি আরো বলেন, কত কষ্টের বিনিময়ে পদ্মাসেতু এসেছে তা আমাদের উপলব্ধি করতে হবে। এ সেতু শুধু ২১টি জেলার তিন কোটি মানুষ নয়, দেশের সাড়ে ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে। আমরাও এ পরিবর্তনের অংশীদার।
×