ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু : মাওয়ার হোটেল-রেস্টুরেন্টে খাবার সংকট

প্রকাশিত: ১৮:০৬, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু : মাওয়ার হোটেল-রেস্টুরেন্টে খাবার সংকট

অনলাইন রিপোর্টার ॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জনগণের জন্য উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। উদ্বোধনের পর পদ্মার পাড়ে নেমেছে হাজারো মানুষের ঢল। নতুন ইতিহাসের সাক্ষী হতে কেউ পায়ে হেটে কেউবা মোটরসাইকেলে করে জড়ো হচ্ছেন সেতুর মাওয়া প্রান্তে। কমতি নেই আনন্দ-উচ্ছ্বাসের। এর মধ্যেই মাওয়া ঘাটের আশপাশের খাবার হোটেল-রেস্টুরেন্টগুলোয় দেখা দিয়েছে খাবার সংকট। তা ছাড়া রাখা হচ্ছে অতিরিক্ত মূল্য। এতে যেমন বেকায়দায় পড়েছেন সাধারণ জনগণ। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন খাবার প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা।
×