ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু

হাঁটা যাবে না, ছবিও নয়

প্রকাশিত: ২২:০৭, ২৫ জুন ২০২২

হাঁটা যাবে না, ছবিও নয়

স্টাফ রিপোর্টার ॥ বহুল প্রতীক্ষার স্বপ্নের পদ্মা সেতুর আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার থেকে শুরু হবে যান চলাচল, কিন্তু সেতু পাড়ি দিতে গিয়ে থামানো যাবে না কোন গাড়ি। শুধু তাই নয়, গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে কোন ছবি তোলা বা হাঁটাহাঁটিও করা যাবে না। পদ্মা সেতুতে যানবাহন চলাচলের বেশ কিছু নিয়মের কথা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, যা মেনে চলতে হবে সবাইকে। গত বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তিতে এসব নিয়মের কথা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এতে আরও বলা হয়, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর বেশি গতিতে গাড়ি চলতে পারবে না। সেতুর ওপর যানবাহন দাঁড়ানো এবং যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটাও নিষিদ্ধ করা হয়েছে। থ্রি হুইলার (রিক্সা, ভ্যান, সিএনজিচালিত অটোরিক্সা, অটোরিক্সা), হেঁটে, সাইকেল বা নন- মোটরাইজড গাড়ি দিয়ে সেতু পার হওয়া যাবে না। ৫.৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালবাহী কোন গাড়ি নিয়ে সেতু পার হওয়া যাবে না। সেতুর ওপর ফেলা যাবে না কোন ময়লা। পদ্মা সেতু ‘অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা’ বলে সেতু পারাপারে এসব নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
×