ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্দেশনা উপেক্ষা ॥ রাত ৮টার পরও চলছে মেলা

প্রকাশিত: ০১:৪৬, ২৩ জুন ২০২২

নির্দেশনা উপেক্ষা ॥ রাত ৮টার পরও চলছে মেলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নির্দেশনা উপেক্ষা করে বগুড়া তাঁতবস্ত্র মেলায় রাত ৮টার পরেও বিদ্যুত ব্যবহার করে প্রবেশ টিকেটের নামে অবৈধ লটারির ড্র চলছে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা ব রিক্সাচালক শফিকুল ক্ষোভ নিয়ে জানালেন, চারদিকে বানের মধ্যে বানের লাকান টিকেট বিক্রি হচ্ছে’ বান এলাকার লোকজনও বাদ যাচ্ছে না।’ এ ধরনের ক্ষোভ এখন গোট বগুড়ায়। তার পরেও চলছে গেট প্রবেশের অবৈধ লটারি গোটা জেলায় বিক্রি কার্যক্রম। এর আগে অবৈধ লটারি নিয়ে বগুড়ার বিভিন্ন মহলের প্রতিবাদ ও জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়া হলেও মাত্র কয়েক দিন লটারি বন্ধ ছিল। এর পর আবার তা শুরু হয়েছে। অবৈধ লটারি নিয়ে ইতোপূর্বে জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশ হয়।
×