ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঘুষ দেয়ার অভিযোগে মামলা

প্রকাশিত: ০১:৪৬, ২৩ জুন ২০২২

ঘুষ দেয়ার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব সদস্যদের ঘুষ দেয়ার অভিযোগে চোরাই পামওয়েলসহ আটক মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার দুদকের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। উৎকোচ দেয়ার সহায়তা বা প্ররোচণা করার দায়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আদমজীনগরের র‌্যাব-১১ এর টহল টিম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজ এলাকায় অবৈধভাবে চোরাই পামওয়েলসহ মোঃ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করে।
×