ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ মহড়া

প্রকাশিত: ০১:৪৬, ২৩ জুন ২০২২

দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ মহড়া

রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে সহায়তা, সুরক্ষা এবং রাসায়নিক দুর্ঘটনার জরুরী প্রতিক্রিয়া সম্পর্কিত ৫ দিনের প্রাথমিক প্রশিক্ষণ কর্মশালার মহড়া বুধবার অনুষ্ঠিত হয়েছে। হাতে-কলমে এই প্রশিক্ষণে অংশ নেয় বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশ। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ মাঠে রাসায়নিক আগুন নিয়ন্ত্রণে আনার মহড়া হয়। এ দুর্যোগে ফায়ার কর্মীসহ সংশ্লিষ্টরা কিভাবে কাজ করবে, নিজেদের নিরাপদে রেখে অন্যদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনতে কয়টি ধাপে পর্যায়ক্রমে কাজ করতে হবে, আহতদের প্রাথমিক চিকিৎসা তাৎক্ষণিক চিকিৎসা দেয়া থেকে শুরু করে নিয়ন্ত্রণ এ সকল বিষয় মহড়ায় তুলে ধরা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত চলমান প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা। -বিজ্ঞপ্তি
×