ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৩ কোটি বছর আগের দাবানলের সন্ধান!

প্রকাশিত: ২৩:২১, ২৩ জুন ২০২২

৪৩ কোটি বছর আগের দাবানলের সন্ধান!

বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিবছর দাবানলের ঘটনা ঘটে। কিন্তু পৃথিবীতে প্রথম জঙ্গলে দাবানল কবে হয়েছিল তা ওয়েলস এবং পোল্যান্ড থেকে প্রমাণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ওয়েলস এবং পোল্যান্ডের বিজ্ঞানীরা ৪৩ কোটি বছরের পুরনো কাঠ কয়লা খুঁজে পেয়েছেন। পরীক্ষা করে জানা গিয়েছে সেগুলো জঙ্গলে লাগা আগুনের কয়লা। সেটি ছিল সিলুরিয়ান পিরিয়ডের। তখন পৃথিবীর জীবন ছিল সম্পূর্ণ জলের ওপর নির্ভরশীল। খুব কম পরিমাণ এলাকা ছিল স্থলভাগ। আর তারমধ্যেও খুব কম পরিমাণ এলাকা ছিল শুষ্ক। তবে জঙ্গলের যে আগুনের কথা বলা হচ্ছে তা খুব অল্প সময়ের জন্য লেগেছিল। যেখানে আগুন লেগেছিল সেখানে গাছ ছিল না। বরং বিশেষ ধরনের ছত্রাক ছিল? সেগুলোকে বলা হতো প্রোটোট্যাক্সাইট। কিন্তু বিজ্ঞানীরা এখনও এই ছত্রাক সম্পর্কে তেমন কিছুই জানেন না। তবে সেগুলোর উচ্চতা ছিল প্রায় ৩০ ফুট। মায়ানের কোলবি কলেজের প্যালিওবোটানিস্ট ইয়ান গাসপুল বলেন, আমরা অবাক। কেন না সেই সময় গাছের আকৃতির ছত্রাক ছিল। আগুন লেগেছিল সেই ছত্রাকগুলোতে। আমরা প্রাচীন ভূমি উদ্ভিদের ম্যাক্রোফসিল অনুসন্ধান থেকে এই তথ্য পেয়েছি। -ইয়াহু নিউজ
×