ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দলগতভাবে জ্বলে উঠতে না পারায় টেস্টে ব্যর্থ বাংলাদেশ

প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও যতœবান হওয়া জরুরী ॥ দুর্জয়

প্রকাশিত: ২১:৩৪, ২২ জুন ২০২২

প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও যতœবান হওয়া জরুরী ॥ দুর্জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের হয়ে যারা টেস্ট খেলেন, অধিকাংশই প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত খেলেন না। আর যারা খেলেন, তারা মানসম্পন্ন উইকেট এবং মানসম্পন্ন ক্রিকেটারের অভাবে নিজেদের ভালভাবে প্রস্তুত করতে পারেন না। আর সে কারণেই প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও যতœবান হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স বিভাগের (এইচপি) চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। তিনি মনে করছেন ব্যক্তিগত পারফর্মেন্সে অনেকেই উজ্জ্বলতা ছড়ালেও দলগতভাবে তা করতে ব্যর্থ হওয়াতেই টেস্ট দল সাফল্য পাচ্ছে না। দুর্জয় কিছুটা হতাশা নিয়েই মঙ্গলবার এসব কথা বলেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যেই এ্যান্টিগায় হওয়া প্রথম টেস্টে চতুর্থ দিন সকালে ৭ উইকেটের পরাজয় বরণ করেছে সফরকারীরা। একটানা দলের ব্যাটারদের এই ব্যর্থতায় এখন টেস্টে নিয়মিত শোচনীয় পরিস্থিতি দলের। এ নিয়ে দুর্জয় বলেন, ‘ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্টাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেকদিন ধরে টেস্টের সংস্কৃতি বা আমাদের ঘরোয়া ফাস্ট ক্লাস এগুলোতে আরেকটু যতœবান হতে হবে আমাদের। তাছাড়া টেস্টে ভাল খেলার কোন অন্য কোন উপায় নাই।’ তবে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে মনোযোগ দেয়ার কথা বারবার বললেও সেটি হচ্ছে না। জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) টেস্ট ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ পান না আন্তর্জাতিক ব্যস্ততায়। আবার আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলেও অনেকে বিশ্রাম নেন এবং কেউ কেউ দুয়েকটি ম্যাচ খেলেন। ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এমনকি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দ্বিতীয় আরেকটি প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগও (বিসিএল) আয়োজন হচ্ছে। তবে সেখানেও টেস্ট খেলোয়াড়দের আগ্রহ কম। এর পাশাপাশি উভয় প্রতিযোগিতায় ম্যাচ ফি, প্রতিযোগিতার মান, আম্পায়ারিংয়ের মান, মাঠ ও উইকেটের মান নিয়ে আছে নানা অভিযোগ। আর তাই ২২ বছর টেস্ট খেলুড়ে দেশ হয়েও প্রথম শ্রেণীর দুই আসরের কোনটিই আহামরি বড় কিংবা বিশ্বের সেরা প্রতিযোগিতাগুলোর কাতারে যেতে পারেনি এনসিএল কিংবা বিসিএল। টেস্টে বাংলাদেশ দলের এত খারার অবস্থা হলেও ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিধর একটি দল। মান সম্পন্ন ভাল অনেক ক্রিকেটারই আছেন এবং টেস্ট ক্রিকেটেও তারা নানা ব্যক্তিগত মাইলফলকও অর্জন করছেন। অবিস্মরণীয় কিছু অর্জনও যোগ হচ্ছে তাদের নামের পাশে। কিন্তু দলগত পারফর্মেন্স ভাল হচ্ছে না। এ বিষয়ে দুর্জয় বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমাদের ফলটা ভাল হয়নি। টেস্ট ম্যাচে এখন আমাদের সময় আরও পারফর্ম করার। আমার আসলে অবাক লাগে, আমাদের এত ভাল ভাল খেলোয়াড়রা, সবাই একসঙ্গে জ্বলে উঠলে কিন্তু এইরকম হওয়ার কথা না। অবশ্যই তারা অনেক ভাল প্লেয়ার, কিন্তু দলের ফলাফলটা টেস্টে আমরা সেইভাবে পাচ্ছি না। ফায়ার হচ্ছে কিন্তু সময়মতো (হচ্ছে না), আমাদের ৫-৬ জন প্লেয়ার পারফর্ম করছে কিন্তু ঐ যে একসঙ্গে ফায়ার করা বা টিমের যেটা প্রয়োজনীয়তা... টেস্টে প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো পঞ্চাশ করছি কিন্তু আমাদের সেই ইনিংসটা একশ হওয়া উচিত বা সময় কাটিয়ে দেয়ার জন্য যেটা করা উচিত সেটা করছি না।’
×