ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হালদায় আবার ডিম ছেড়েছে মা মাছ

প্রকাশিত: ১২:০৬, ১৭ জুন ২০২২

হালদায় আবার ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মা মাছ তৃতীয় দফায় ডিম ছেড়েছে। ডিম সংগ্রহকারীরা জানান, মা মাছ ডিম ছাড়ায় তিম আহরণের জন্য গভীর রাতে মিহি সুতার জাল ও নৌকা নিয়ে হালদায় নেমে পড়েছে আহরণকারীরা। রাতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলেই মা মাছ ডিম ছাড়ে । ইতিমধ্যে, মা মাছ দ্বিতীয় দফায় ডিম ছেড়েছিল। ডিম ছাড়ার মৌসুম ঘনিয়ে আসায় হালদার ৪৫ কি.মি. এলাকায় মা মাছের আনাগোনা বেড়ে গেছে। এ সময়ে মা মাছ দূর্বল হয়ে পড়ে। এদিকে, মৎস্য শিকারীরা দূর্বল মা মাছ শিকার করতে তৎপর। হাটহাজারী ও রাউজান উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও সেচ্ছ্বাসেবীরা মা মাছ শিকার রোধ কল্পে কার্যকরী ভূমিকা পালন করছেন। জেলা ও উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হালদার তীরে রীতিমত অবস্থান করছেন। হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া জনকন্ঠকে জানান, বজ্রসহ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল নেমে আসলেই মা মাছ যে কোন সময়ে পুরাদমে ডিম ছাড়বে।
×