ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাবে না মোটরসাইকেল রেজিস্ট্রেশন

প্রকাশিত: ১৪:১৩, ৬ জুলাই ২০২২; আপডেট: ১৪:২৮, ৬ জুলাই ২০২২

ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাবে না মোটরসাইকেল রেজিস্ট্রেশন

মোটরসাইকেল

ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছে বিআরটিএ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) থেকে এই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৪ জুনের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ এই নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথোরিটির নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।

 

×