ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে ট্রলির ধাক্কায় নারীসহ নিহত ৩

প্রকাশিত: ১৩:৫৯, ২৫ মে ২০২২

বাগেরহাটে ট্রলির ধাক্কায় নারীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আজ বুধবার (২৫ মে) সকালে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সকাল ১০ টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুসংলগ্ন চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে শ্যালো ইঞ্জিনচালিত ইটভর্তি ট্রলি যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ভ্যানের চালকসহ ২ যাত্রী নিহত হন। নিহতরা হলেন, ভ্যানযাত্রী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) ও কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪৭) এবং ভ্যান চালক বটপুর গ্রামের আশরাফ আলী মীরের ছেলে আজগর মীর (৫০)। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: গোলাম সরোয়ার জানান, বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে এবং ট্রলিটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রেশমী নিহত হন। অপর দু’জনকে আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে কর্তরত চিকিৎসক ভ্যানচালক আজগর মীরকে মৃত ঘোষণা করেন। ভ্যানযাত্রী অপরজন সালাম খানকে মুমূর্ষু অবস্থায় খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। কাটাখালী হাইওয়ে পুলিশের এসআই হাসানুর রহমান জানান, ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে চালক তাৎক্ষণিক পালিয়ে যাওয়ায় তাকে কে আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
×