ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হালদায় আবারো মৃত ডলফিন

প্রকাশিত: ১৩:৫৭, ২৫ মে ২০২২

হালদায় আবারো মৃত ডলফিন

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত মিঠাপানির বিপন্ন প্রজাতির ডলফিনের(শুশুক) অন্যতম আবাসস্থল চট্টগ্রামের হালদা নদী থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। হালদা নদীর তীরবর্তী অঞ্চল হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন থেকে মৃত ডলফিনটিকে ভাসতে দেখা যায়। পরে উক্ত ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে আইডিএফ স্বেচ্ছাসেবক জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদী থেকে ডলফিনটির মরদেহ উদ্ধার করে। ডলফিনটির দৈর্ঘ্য (লম্বায়) ৫ ফুট (৬০ ইঞ্চি)। ওজন প্রায় ৩৫ কেজির মতো। এটি হালদা নদী থেকে উদ্ধারকৃত ৩৪তম মৃত ডলফিন। মঙ্গলবার বিকেল চারটার দিকে মৃত ডলফিন উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন হালদা রিসার্চ ল্যাবরেটরীর সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া।
×