ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএল

মিলার ঝড়ে ফাইনালে গুজরাট

প্রকাশিত: ০১:৪৪, ২৫ মে ২০২২

মিলার ঝড়ে ফাইনালে গুজরাট

জনকণ্ঠ ডেস্ক ॥ জয়ের জন্য শেষ ওভারে দরকার ১৬ রান। সহজ নয় মোটেও। ডেভিড মিলার তা মনে করলে তো! প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে দলকে উচ্ছ্বাসে ভাসালেন তিনি। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠল গুজরাট টাইটান্স। প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার গুজরাটের জয় ৭ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৮৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৩ বল বাকি থাকতে। খবর বিডিনিউজের। জয়ের নায়ক মিলার ৩৮ বলে ৫ ছক্কা ও ৩ চারে খেলেন অপরাজিত ৬৮ রানের ইনিংস। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি গড়েন স্রেফ ৬১ বলে। প্রথমবার আইপিএলে অংশ নিয়েই প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখল গুজরাট। এখানে হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য পাচ্ছে রাজস্থান। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও লক্ষেèৗ সুপার জায়ান্টসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা।
×