ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোহনবাগানের কাছে মাজিয়ার হারে বসুন্ধরা কিংসের বিদায়

প্রকাশিত: ০০:৪৪, ২৫ মে ২০২২

মোহনবাগানের কাছে মাজিয়ার হারে বসুন্ধরা কিংসের বিদায়

রুমেল খান ॥ মঙ্গলবার বিকেলে ডি-গ্রুপের খেলায় (কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত) ভারতের গোকুলাম কেরালা এফসিকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের পরের পর্বে (নকআউট স্টেজ) যাবার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। কিন্তু ঘণ্টা চারেক পর রাতে অনুষ্ঠিত একই ভেন্যুতে আরেক ম্যাচে ভারতের এটিকে মোহনবাগান এফসির কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের হারে নকআউট স্টেজে খেলার স্বপ্নসাধ ধুলিসাৎ হয়ে গেল ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। বাংলাদেশী ফুটবলপ্রেমীরা মাজিয়াকে মনেপ্রাণে সমর্থন করেছিলেন, যেন মাজিয়া এই ম্যাচে অন্ততঃ একটি পয়েন্ট পায়, তাহলে কিংসের ভাগ্য সুপ্রসন্ন হতো। মোহনবাগানকে পেছনে ফেলে তারাই নাম লেখাতে পারত পরের পর্বে। কিন্তু সেটা আর হলো কই! জয়ী মোহনবাগানের জনি কাউকো জোড়া গোল করেন (২৬ ও ৩৭ মিনিটে)। ১টি করে গোল করেন রয় কৃষ্ণা (৫৬ মিনিটে), সুভাশিষ বোস (৫৮ মিনিটে) এবং কার্ল ম্যাকহিউজ (৭১ মিনিটে)। বিজিত দলের পেদ্রো তানাউসু জোড়া গোল করেন (৪৫ ও ৭৩ মিনিটে)। ডি-গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহনবাগান ও বসুন্ধরা। কিন্তু এই দু’দলের মুখোমুখি লড়াইয়ে মোহনবাগানের জেতার সুবাদে কিংসকে পেছনে ফেলে তারাই এক নম্বরে এবং নিয়ম অনুযায়ী গ্রুপের একমাত্র শীর্ষ দল হিসেবে তারাই নিশ্চিত করল নকআউট পর্বে খেলা। সেক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট পেয়েও কপাল পুড়ল কিংসের। সমান ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া মাজিয়া ও গোকুলামের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল আগেই।
×