ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় : বাংলাদেশ বিষয়াবলী

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০০:১২, ২৫ মে ২০২২

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। বাসস একটি- ক) সংবাদ সংস্থার নাম খ) প্রেসক্লাবের নাম গ) খবরের কাগজের নাম ঘ) বিদেশী কোম্পানির নাম উত্তর: ক) সংবাদ সংস্থার নাম ২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- ক) ১৭ এপ্রিল, ১৯৭২ খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ গ) ৭ মার্চ, ১৯৭২ ঘ) ২৬ মার্চ, ১৯৭৩ উত্তর: খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ ৩। পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে- ক) দু’টি উন্নত জাতের গমশস্য খ) ধানশস্য গ) ভূট্টাশস্য ঘ) ইক্ষু উত্তর: ক) দু’টি উন্নত জাতের গমশস্য ৪। একটি কাঁচা পাটের গাইটের ওজন ক) ৩.৫ মণ খ) ৪ মণ গ) ৪.৫ মণ ঘ) ৫ মণ উত্তর: ক) ৩.৫ মণ ৫। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত- ক) মহাস্থানগড়ে খ) শাহজাদপুরে গ) নেত্রকোনায় ঘ) রামপালে উত্তর: ক) মহাস্থানগড়ে ৬। বীর শ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? ক) সাত খ) আট গ) ছয় ঘ) পাঁচ উত্তর: ক) সাত ৭। ‘দক্ষিণ তালপট্টি’- দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? ক) বালেশ্বর খ) হাড়িয়াভাঙ্গা গ) রূপসা ঘ) ভৈরব উত্তর: খ) হাড়িয়াভাঙ্গা ৮। বাংলাদেশের মৎস আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যরে রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ক) ১৮ সেন্টিমিটার খ) ২০ সেন্টিমিটার গ) ২৩ সেন্টিমিটার ঘ) ২৫ সেন্টিমিটার উত্তর: গ) ২৩ সেন্টিমিটার ৯। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে? ক) ৬ ঘণ্টা খ) সাড়ে ৫ ঘণ্টা গ) সাড়ে ৬ ঘণ্টা ঘ) ৫ ঘণ্টা উত্তর: ক) ৬ ঘণ্টা ১০। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী? ক) নারিকেল জিঞ্জিরা খ) সোনাদিয়া গ) কুতুবদিয়া ঘ) নিঝুম দ্বীপ উত্তর: ক) নারিকেল জিঞ্জিরা ১১। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিলো? ক) ইংরেজরা খ) ফরাসিরা গ) ওলন্দাজরা ঘ) পর্তুগিজরা উত্তর: ঘ) পর্তুগিজরা ১২। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ক) যুক্তরাজ্য খ) পূর্ব জার্মানি গ) স্পেন ঘ) গ্রিস ১৩। ‘শুভলং’- ঝরনা কোথায় অবস্থিত? ক) রাঙ্গামাটি খ) বান্দরবন গ) মৌলভীবাজার ঘ) সিলেট উত্তর: ক) রাঙ্গামাটি গ্রন্থনা : প্রফেসর মো: ইকরামুল হক কোঅর্ডিনেটর, শিক্ষাসাগর ও সাবেক সদস্য বিসিএস (সা. শি.)
×