ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ, ফুফা গ্রেফতার

প্রকাশিত: ০০:০৪, ২৫ মে ২০২২

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ, ফুফা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে ফুফা নাসির হাওলাদারকে (৫১) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। এদিন কিশোরীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। পেশায় চা দোকানি নাসির হাওলাদার মোংলা উপজেলার মাকোড়ঢোন পাকখালি আবাসন প্রকল্পের মজিদ হাওলাদারের ছেলে। মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, কিশোরীর বাবা বেশ আগে মারা গেলে অভাবের তাড়নায় তার মা প্রবাসে কাজ করেন। নিরাপত্তার জন্য ফুফা নাসির হাওলাদারের বাড়িতে থাকত ওই কিশোরী ও তার ছোট বোন। দুই মেয়ের খরচ বাবদ প্রতিমাসে নাসির হাওলাদারের কাছে টাকা পাঠায় তার মা। ভা-ারিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের ভা-ারিয়ায় চেতনানাশক ওষুধ খাইয়ে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার রাতে অপহরণকারী সাইফুলই ইসলামকে প্রধান করে এবং তার সহযোগী আরও ৫ জনসহ মোট ৬ জনকে অভিযুক্ত করে ভা-ারিয়া থানায় একটি অপহরণ মামল দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত ২১ মে রাতে উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইকড়ি গ্রামে। ওই স্কুলছাত্রী স্থানীয় ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। শাহরাস্তিতে ৫ ডাকাত সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ চাঁদপুরের শাহরাস্তিতে টামটা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বরিশালের মুলাদী উপজেলার চর ভাটামারা গ্রামের আঃ রব হাওলারের পুত্র মেহেদী হাসান হৃদয় (২৩), শাহরাস্তি উপজেলার রায়শ্রী মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের পুত্র সোহাগ (২২), কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি গ্রামের তোতা মিয়ার পুত্র হাবিবুর রহমান প্রকাশ রনি (২৬), চৌদ্দগ্রাম উপজেলার ধনু সাড়া গ্রামের মমিন হোসেনের পুত্র ইমাম হোসেন শাওন (২৮) ও লালমাই উপজেলার বলি পদুয়া গ্রামের কাজী শহিদুল ইসলামের পুত্র কাজী হোসেন (৩০)। যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা সাসপেন্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ শাখার উপ-পরিচালক হায়াতুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক পন্থা অবলম্বন করার অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রেজিস্ট্রার প্রকৌশলী ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে হায়াতুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাজমুল হাসান, সদস্য ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. এএসএম মুজাহিদুল হক, সদস্য সচিব পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমিনুল হক। তদন্ত কমিটিকে অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী ড. আহসান হাবীব।
×