ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনএসইউ ও মিয়াজাকির আলোচনা সভা

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ মে ২০২২

এনএসইউ ও মিয়াজাকির আলোচনা সভা

জনকণ্ঠ ডেস্ক ॥ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশ-জাপান ইঞ্জিনিয়ারিং ট্রেনিং (বি-জেট) প্রোগ্রামের অংশ হিসেবে গত ১৯ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বি-জেটের নবম ব্যাচের শিক্ষার্থীদের প্রেজেন্টেশন পর্ব। গত বছরের ৩ অক্টোবর শুরু হওয়া নবম ব্যাচের ট্রেনিং সেশনের বেসিক পর্ব শেষে এ্যাডভান্সড পর্ব শুরু হয়। এর অংশ হিসেবে এ প্রেজেন্টেশন পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নবম ব্যাচের শিক্ষার্থীরা আগামী মাসে জাপানের উদ্দেশে রওনা দেবে এবং সেখানে তাদের এ্যাডভান্সড ট্রেনিং শেষে জাপানের বিভিন্ন আইটি কোম্পানিতে যোগদান করবে। অনুষ্ঠানে অংশ নিতে গত সপ্তাহে বাংলাদেশে আসেন জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিননোসুকে তাসাকা সান এবং ইয়াসুনোরি ইয়ানো সান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের উল্লেখযোগ্য প্রধান কিছু কোম্পানির উর্ধতন কর্মকর্তা। -বিজ্ঞপ্তি
×