ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘অন্ধকারে আলোর দিশা দেখিয়েছেন কাজী মোতাহার হোসেন’

প্রকাশিত: ২৩:৩১, ২৫ মে ২০২২

‘অন্ধকারে আলোর দিশা দেখিয়েছেন কাজী মোতাহার হোসেন’

সংস্কৃতি প্রতিবেদক ॥ শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিজ্ঞানী অধ্যাপক কাজী মোতাহার হোসেন স্মরণে অনলাইনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি মঙ্গলবার সকালে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির সচিব এএইচএম লোকমান। আলোচনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক হাকিম আরিফ ও নিসর্গবিদ মোকারম হোসেন। সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি অতিরিক্ত সচিব মনিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানের শুরুতে বাংলা একাডেমির প্রয়াত মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রথম প্রয়াণবার্ষিকী স্মরণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) নূরুন্নাহার খানম। স্বাগত ভাষণে এএইচএম লোকমান বলেন, কাজী মোতাহার হোসেন এক রেনেসাঁ-মানবের নাম; যিনি শিক্ষা-বিজ্ঞান-সাহিত্য-সঙ্গীত সর্বক্ষেত্রে নতুন যুগের বার্তা বয়ে এনেছেন, ঘনীভূত অন্ধকারে আলোর দিশা দেখিয়েছেন। আলোচকবৃন্দ বলেন, কাজী মোতাহার হোসেন বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ। বিজ্ঞানকে মাতৃভাষা বাংলায় জনবোধ্য করতে তিনি আমৃত্যু অসাধারণ ভূমিকা পালন করে গেছেন। বাঙালী মুসলমানের মাঝে শিক্ষার আলো ছড়াতে যেমন তিনি নিরলস প্রয়াস চালিয়েছেন তেমনি তার মৌলিক চিন্তার প্রবন্ধ-নিবন্ধ বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। সভাপতির বক্তব্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, কাজী মোতাহার হোসেন বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
×