ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৮ জুন থেকে সরাসরি ঢাকা টরন্টো বাণিজ্যিক ফ্লাইট

প্রকাশিত: ২৩:২১, ২৫ মে ২০২২

২৮ জুন থেকে সরাসরি ঢাকা টরন্টো বাণিজ্যিক ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই শেষে অবশেষে টরন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট চালু করা হচ্ছে আগামী ২৮ জুন। তবে ঢাকা থেকে ইস্তানবুলে একটি টেকনিক্যাল ল্যান্ডিং শেষেই সোজা চলে যাবে টরন্টো। টরন্টো থেকে কোন ধরনের যাত্রাবিরতি ছাড়াই সরাসরি ঢাকায় ফিরে আসবে ওই ফ্লাইট। মঙ্গলবার এ সংক্রান্ত বৈঠকের দীর্ঘ আলোচনার পর বিমান এ সিদ্ধান্ত নিয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের নেতৃত্বে ওই বৈঠকে সবাই সর্বসম্মতিক্রমে ২৮ জুনের বিষয়েই মতামত প্রদান করেন। বৈঠক সূত্রে জানা গেছে, আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট টরন্টো রুটে পরিচালনা করা হবে। ঢাকা থেকে যাওয়ার সময় তুরস্কের রাজধানী ইস্তানবুলে জ্বালানি নেয়ার জন্য ফ্লাইটটি সংক্ষিপ্ত সময়ের জন্য অবতরণ করবে যা টেকনিক্যাল ল্যান্ডিং হিসেবে বিবেচিত। তারপর সেখান থেকে কোন ধরনের বিরতি ছাড়াই সরাসরি চলে যাবে টরন্টো। এদিকে টরন্টো ফ্লাইটের বিজনেস রেজিস্ট্রেশন পাওয়া গেলেই ওই টিকেট বিক্রি শুরু করবে বিমান। কানাডা সিভিল এভিয়েশন থেকে আগামী সপ্তাহেই এ অনুমোদন পাওয়া যাবে বলে জানিয়েছেন বিমানের পরিচালক (পরিকল্পনা) এয়ার কমোডর মাহবুব জাহান খান। তিনি বলেন, আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই বিজনেস রেজিস্ট্রেশন পেয়ে যাব। সেটা পাওয়ার পরই শুরু করা যাবে টিকেট বিক্রি।
×