ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বমি হবে না যে গাড়িতে

প্রকাশিত: ২৩:২০, ২৫ মে ২০২২

বমি হবে না যে গাড়িতে

চালকবিহীন গাড়ি নিয়ে রীতিমতো কোমর বেঁধে নেমেছে ইলন মাস্কের টেসলা আর এ্যাপল। টেসলার চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দেয়ার কয়েক দিন পরেই একই ধরনের গাড়ি নিয়ে বাজার ধরতে চাইছে এ্যাপল। তবে আছে ভিন্নতা ও চমক। এমনকি, এই গাড়িতে উঠলে হবে না বমি। ঘোষণা দিয়েই থেমে থাকেনি এ্যাপল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নিজেদের তৈরি গাড়ির প্যাটেন্ট চেয়ে আবেদন করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা এ্যাপল। প্যাটেন্ট বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে থেকেই চলবে এই গাড়ি, প্রয়োজন পড়বে না চালকের। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে চলেছে এই গাড়িতে। থাকতে চলেছে একাধিক সেন্সর। মূলত এই সেন্সরগুলো কাজে লাগিয়েই রাস্তার মাপ কিংবা যানজট বুঝবে গাড়িটি। পাশাপাশি পেট্রোল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে নয়, এই গাড়ি পুরোপুরি বিদ্যুতচালিত হতে চলেছে। গাড়িতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি। তবে প্রস্তাবিত নক্সা বলছে, গাড়িতে থাকছে না কোন জানালা। তার বদলে ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রীরা। জানালা না থাকার বিষয়টি খুব একটা পছন্দ হয়নি নেটাগরিকদের একাংশের। যদিও এ্যাপল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের (গাড়িতে উঠলেই বমি) সমস্যা কমাতেই এই পদক্ষেপ। -ইয়াহু নিউজ
×