ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাসে লঞ্চে ভিড় নেই

প্রথম দিনেই ট্রেনের সিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৪, ৫ জুলাই ২০২২

প্রথম দিনেই ট্রেনের সিডিউল বিপর্যয়

ট্রেনের সিডিউল বিপর্যয়

আগামী ১০ জুলাই পবিত্র ঈদ-উল-আজহাতাই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রাপ্রথম দিনে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা গেলেও বাস ও লঞ্চে ছিল না ভিড়আবার কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষ দিনও ছিল মঙ্গলবারএদিন দেয়া হয় ৯ জুলাইয়ের টিকেটসকাল ৮টায় শুরু হয় টিকেট বিক্রি

শেষদিনে বেশ কয়েকটি কাউন্টার সাড়ে ৯টার পরই ফাঁকা হয়ে যায়ফলে স্টেশন সংলগ্ন এলাকার বেশ কয়েক বাসিন্দা কয়েক মিনিটের মধ্যেই টিকেট কাটতে পেরেছেনতারা জানিয়েছেন, অনলাইনে জানতে পারেন কাউন্টারে টিকেট আছেপরে দ্রুত কাউন্টারে এসে টিকেট কাটেন তারা

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবারসকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলযোগে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়তবে ঈদযাত্রার প্রথম দিনেই তিনটি ট্রেন দেরিতে ছেড়েছেএতে যাত্রীদের ভোগান্তি বেড়েছেএদিন মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়

স্টেশনের চিত্রও ছিল অন্য স্বাভাবিক দিনের মতোইকর্মব্যস্ত অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই বাড়িতে চলে গেছেনএ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা যায়এদিন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যায় নীলফামারীর চিলাহাটিট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার জন্য অপেক্ষা করা এক যাত্রী জানান, ট্রেনটি ৬টা ৩৪ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরি করেছে

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদেরসুন্দরবন এক্সপ্রেসের এক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছিভোগান্তি যেন না হয় তার জন্যই টিকেট কেটেছি ট্রেনেরকিন্তু প্রথম দিনেই ট্রেন দেরি করে ছাড়ছে

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোঃ মাসুদ সারোয়ার জানিয়েছেন, স্টেশনে ট্রেন দেরি করে আসায় ট্রেন ছাড়তে দেরি হয়েছেনির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি তাদের রয়েছে

মঙ্গলবার সকালে ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেন ছাড়তে দেরি হওয়ার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, সব ট্রেনই সিডিউল অনুযায়ী ছেড়েছেশুধু রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছেট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছেএটাকে আসলে সিডিউল বিপর্যয় বলা যাবে নানির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে

তিনি বলেন, সোমবার একটি ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছেসে কারণে ট্রেন আসতে দেরি হয়েছেএখান থেকে ছাড়তেও দেরি হয়েছেএকটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছেএখন সে অবস্থা নেইআমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতেসবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোন বিঘ্ন না ঘটেআমাদের সব ধরনের প্রস্তুতি আছেঅনাকাক্সিক্ষত কোন ঘটনা না ঘটলে বা দুর্ঘটনা না হলে আমরা ঈদযাত্রার বাকি দিনগুলোতে ঠিক সময়েই ট্রেন ছাড়তে পারব

ঈদে ট্রেন দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, অনেকেই ঈদযাত্রায় তাড়াহুড়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হনআমাদের প্রতিটি স্টেশনে বলা আছে যেন যাত্রীরা নিরাপদে নামতে পারেকেউ যেন ট্রেনের ছাদে উঠতে না পারেকয়েক মিনিট বিলম্ব হলেও যাত্রীরা যেন নিরাপদে ওঠানামা করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে

স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছেআমরা যাত্রীদের বলেছি যেন তারা মাস্ক পরিধান করেনিজে এবং অন্যদের নিরাপদে রাখেমাস্ক পরতে উসাহিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্ল্যাটফর্মে প্রবেশ করার সময়ই গেটে যাত্রীদের মাস্ক পরার কথা বলছিকিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা বললাম কিন্তু সেটা পরে মানছে কি নাযে সচেতনতা দরকার এটা তারা মানছে কি না এটা নিয়ে প্রশ্ন রয়েছে

অগ্রিম টিকেট ক্রয় মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চরগড়গামী পঞ্চগড় স্পেশাল পঞ্চগড় এক্সপ্রেসের কাউন্টারগুলো প্রায় ফাঁকাদু’-একজন যারা আসছেন, তারা সঙ্গে সঙ্গে টিকেট পেয়ে যাচ্ছেনতবে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের কাউন্টারে কিছুটা ভিড় দেখা গেছে

কাউন্টারে টিকেট আছে-বাসা থেকে অনলাইনে জানতে পেরে দ্রুত কাউন্টারে আসেন জাকির হোসেনটিকেট কাটা শেষে তিনি বলেন, সকাল থেকে বেশ কয়েকবার অনলাইনে টিকেট কাটার চেষ্টা করেছিকিন্তু পাচ্ছিলাম নাপরে দেখলাম কাউন্টারে টিকেট রয়েছেএরই মধ্যে কাউন্টারগুলোতে ভিড় কম জানতে পারিতাই বাসা কাছে হওয়ায় স্টেশনে চলে আসলামএসে দেখি কাউন্টার একেবারেই ফাঁকাকয়েক মিনিটেই কুড়িগ্রাম যাওয়ার জন্য দুটি টিকেট পেয়ে যাই

দ্রুতযান এক্সপ্রেসের কাউন্টারে গিয়ে দেখা যায়, লাইন পুরো ফাঁকাএই কাউন্টারের বুকিং সহকারী নাহিদ সুলতানা বলেন, দ্রুতযান এক্সপ্রেসের টিকেট আছেঅন্যান্য দিনে এ সময় প্রচুর মানুষ থাকেসকালেও একটু ভিড় ছিলতবে পর্যাপ্ত টিকেট থাকলেও যাত্রী নেই৯ জুলাই রাতের টিকেট আছে আমাদের কাছে১০ তারিখ ঈদ, সে জন্য হয়ত অনেকে টিকেট নিচ্ছেন না

৪২ ঘণ্টার পর টিকেট পেল আবু কাউছার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকেট পেতে ৩ জুলাই দুপুর ২টায় লাইনে দাঁড়ান মোঃ আবু কাউছারটিকেট না পেয়ে ৪ জুলাইও লাইন ছেড়ে যাননি তিনিঅবশেষে ৪২ ঘণ্টা পর ৫ জুলাই সকালে বহু প্রত্যাশিত সোনার হরিণপান এ যুবকদীর্ঘ অপেক্ষার পরে টিকেট পেয়ে খুশি কাউছার

তিনি আরও বলেন, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে রাজধানীর শনিরআখড়ায় থাকেনগ্রামের বাড়ি দিনাজপুরের হিলিতে বাবা-মা ও ভাই-বোনদের সঙ্গে ঈদ-উল-আজহা উদযাপন করতে পরিবার নিয়ে যাবেনতাই ট্রেনের অগ্রিম টিকেট পেতে রবিবার দুপুরে লাইনে দাঁড়ানসোমবার টিকেট বিক্রি শুরু হলেও কাউন্টারে আসার পর পরই শেষ হয়ে যায় দিনাজপুর হয়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের টিকেটফলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকেপ্রায় ৪২ ঘণ্টা অপেক্ষার পর সকালে টিকেট পান

স্বস্তি দৌলততিয়া-পাটুরিয়া রুটেও ট্রেনে কিছুটা দুর্ভোগ হলেও, সড়ক বা নৌপথে ঈদযাত্রায় একদম ভিড় নেইনৌপথে দক্ষিণাঞ্চলগামী লঞ্চের টিকেট কেনায় যাত্রীদের কোন আগ্রহ নেইফলে ভিড় নেই লঞ্চে কাউন্টারগুলোতেঅন্যদিকে, সড়ক পথে টিকেট আগেই বিক্রি হয়ে গেছেসেই টিকেটে মঙ্গলবার থেকে ঈদযাত্রা শুরু করেছে যাত্রীরাগাবতলী বা সায়েদাবাদ কিংবা মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বাসে উঠতে যাত্রীদের কোন ভিড় নেইবাসগুলোয় যাত্রীরা যথাসময়ে এসে উঠছেন এবং বাসগুলোও ছেড়ে যাচ্ছে

তবে সবচেয়ে বেশি সুফল পাচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চালকরাদীর্ঘ সিরিয়ালে আটকে না থেকে সরাসরি এসে ফেরিতে উঠছে যানবাহনফলে ভোগান্তি ও অপেক্ষা ছাড়াই ঈদে বাড়ি ফেরার স্বপ্ন দেখছে ঘরমুখো মানুষঈদ-উল-আজহা উপলক্ষে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে এবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচলের জন্য ২১টি ফেরি দেয়া হয়েছে

বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ মোঃ খালেদ নেওয়াজ বলেন, যাত্রী ও যানবাহন পারাপারে তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছেঈদের চাপ শুরুর আগেই ২১টি ফেরি চলাচল করবেপ্রয়োজন হলে আরও ১টি ফেরি বাড়ানো হবেএখন যেহেতু চাপ একটু কম, সে কারণে সামান্য ত্রুটিগুলো মেরামত করে নিচ্ছে ফেরিগুলো

×