ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুঙ্গিপাড়ায় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়

তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি ॥ শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি/গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ২৩:৪৩, ৪ জুলাই ২০২২

তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি ॥ শেখ হাসিনা

তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছেন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছেন উল্লেখ করে বলেছেন, শত নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সংগঠন কিন্তু সব সময় শক্তিশালী

আওয়ামী লীগ বিশেষ করে আমাদের মাঠকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়তারা কিন্তু পার্টিটাকে ধরে রাখছেএই কথাটি আমাদের মনে রাখতে হবেআর মানুষের শক্তিটাই আমার কাছে বড় শক্তিঅন্য কোন শক্তি নয়

মঙ্গলবার প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কোটালিপাড়া- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেনতৃণমূলের কর্মীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আমার বাবা-মার দোয়া আছে, উপরে আল্লাহ আছেনআর আমার সব থেকে বড় শক্তি কিন্তু আপনারাই (জনগণ)প্রত্যেকটি কাজ আমরা পরিকল্পিতভাবে করে যাচ্ছি বলে আজকে বাংলাদেশের মানুষ ভাল আছে

প্রধানমন্ত্রী ৭৫ পরবর্তী অনুন্নত দক্ষিণ ও উত্তরাঞ্চলের অবস্থা তুলে ধরে বলেন, জাতির পিতাকে হত্যার পর যখন আমি দেশে ফিরে আসি, তখন সবচেয়ে অবহেলিত ছিল এই দক্ষিণাঞ্চলআর উত্তরাঞ্চল ছিল মঙ্গা কবলিততখন মানুষের (উত্তরাঞ্চল) গায়ে মাংস ছিল, তাদের খাবার ছিল নারোগের চিকিসা ছিল নাআর প্রতিবছর সেখানে দুর্ভিক্ষ হতোতখন থেকে আমার একটা প্রতিজ্ঞা ছিল, যখন সুযোগ পাব তখন দেশের জন্য কাজ করব, এসব মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবএখন উত্তরাঞ্চলে মঙ্গা নেইপদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষেরও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে

সফলভাবে করোনা মোকাবেলার প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, এই করোনার সময় উন্নত দেশ- যাদের অনেক টাকা, কই তারা তো কেউ বিনা পয়সায় ভ্যাকসিন দেয়নিকিন্তু আমরা দিতে পেরেছিসবাই মিলে একযোগে কাজ করতে পেরেছি বলেই আজকে করোনা মোকাবেলা, বন্যা মোকাবেলা- যেকোন অবস্থা আমরা মোকাবেলা করতে পারি

বঙ্গবন্ধু কন্যা বলেন, এই দেশটা তো আমি চিনিদেশটা জানিজাতির পিতা কিন্তু নিজের জন্য দল করেননিনিজের ক্ষমতার লোভে বা অর্থ-সম্পদের জন্য দল করেননিতিনি দল করেছেন দেশের সাধারণ মানুষের জন্যকাজেই আমার যেটুকু আছে তা যদি একটা মানুষকে দিতে পারি, আর সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারেÑ এটাই আমার স্বার্থকতা

দলের  নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে হবেপঁচাত্তরের পরে যারা ক্ষমতায় এসেছে তারা তো ক্ষমতায় এসেছে খাওয়া পার্টি হিসেবে, দেয়ার জন্য নয়আর আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মানুষকে দিয়ে যাচ্ছেমানুষের জন্য করে যাচ্ছেএটা হচ্ছে অন্যদের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্যমানুষের শক্তিটাই আমার কাছে বড় শক্তিঅন্য কোন শক্তি নয়

বার বার তাঁর প্রাণনাশের চেষ্টার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বার বার হত্যার চেষ্টা করেছেমারার চেষ্টা করেছে কিন্তু পারেনিবেঁচে গেছিআল্লাহ বাঁচিয়ে রেখেছেন একটি কাজ দিয়েআল্লাহ হায়াত দেন তাকে দিয়ে কিছু কাজ করাতেআমি হয়ত সেই হায়াত পেয়েছি বলেই কাজ করতে পারছিআজকে পদ্মা  সেতু পাড়ি দিয়ে চলে আসছিবাবা-মা সব হারিয়ে এই মানুষের কাছেই তো আসছিমানুষের ভালবাসা, দোয়া না থাকলে এতদূর আসতে পারতাম না

প্রধানমন্ত্রী বলেন, আমি চাই এই দেশের কোন মানুষ গরিব থাকবে নাকোন মানুষ না খেয়ে থাকবে নাপদ্মা  সেতু হয়ে গেছেআমাদের দক্ষিণাঞ্চলটা অর্থনৈতিকভাবে যাতে উন্নতি হয়দেশের জন্য যতটুকু কাজ করা দরকার, ততটুকু করে যাব-এটা হচ্ছে আমার অঙ্গীকার

দলের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী আরও বলেন, কোন এলাকায় যেন কোন একটা মানুষও গরিব না থাকে, ভিক্ষা করে খেতে যেন না হয়, কেউ কষ্ট না পায়, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবেআওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর এটা মাথায় রাখতে হবে যেÑ শুধু আমি খাব, আমি ভাল থাকব, আমি শানশওকতে থাকব আর আমার পাড়া-প্রতিবেশী খাবে না-এটা যেন না হয়

প্রধানমন্ত্রী তাঁর দলের কর্মীদের পাশাপাশি দেশবাসীকে মনে করিয়ে দেন যে, চলমান করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্বিগুণ আঘাতের কারণে বিশ্ব এখন একটি সঙ্কটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেকাজেই প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বিদ্যুত ও জ¦ালানি খাত ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সকলের প্রতি তাঁর আহবান পুনর্ব্যক্ত করেনতিনি বলেন, বিশ্বজুড়ে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো বড় দেশও এখন খাদ্য সঙ্কটে ভুগছেআমরা এখনও ভাল অবস্থানে আছি এবং ভাল থাকার চেষ্টা করছি, এর জন্য  দেশবাসীর সকলের সহযোগিতা প্রয়োজন

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার প্রথমবারের মতো  সেতু দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈত্রিকনিবাসে আসেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেনএই সফরে তাঁর সঙ্গী ছিলেন পুত্র তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ

সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকা-ের শিকার শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেনএ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়

সোমবার ঢাকা থেকে সড়কপথে তিন ঘণ্টার যাত্রা শেষে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনাটুঙ্গিপাড়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেনপদ্মা সেতুতে মা ও বোনের সঙ্গে তোলা একটি ছবিও ফেজবুকে প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়

শরীয়তপুর জাকিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল ৯টা ২০ মিনিটে পদ্মা সেতু হয়ে জাজিরা প্রান্তে আসেন প্রধানমন্ত্রীসেখানে শেখ রাসেল সেনানিবাস সংলগ্ন সার্ভিস এরিয়া-২তে সপরিবারে সকালের নাস্তা করেন তিনিএর পর ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় রওনা হন। 

তাঁর এ সফর উপলক্ষে টুঙ্গিপাড়াকে সাজানো হয় বর্ণিল সাজেপ্রধানমন্ত্রী সফরকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেনস্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন

মাত্র দুঘণ্টায় টুঙ্গিপাড়া থেকে গণভবনে পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে টুঙ্গিপাড়া থেকে মাত্র দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাটুঙ্গিপাড়া সফর থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বেলা সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেপথে কোন যাত্রা বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছে প্রধানমন্ত্রীর গাড়ির বহরবিকেল ৪টা ৫০ মিনিটের সময় টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্যটি নিশ্চিত করেন

×