ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলংকায় জ্বালানি তেলের দাম বাড়লো

প্রকাশিত: ২০:২২, ২৪ মে ২০২২

শ্রীলংকায় জ্বালানি তেলের দাম বাড়লো

অনলাইন ডেস্ক ॥ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটির সরকার। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। দেশটির বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেন, পেট্রোলের দাম ২০-২৪ শতাংশ ও ডিজেলের দাম ৩৫-৩৮ শতাংশ বাড়ানো হয়েছে। সেই সাথে জ্বালানি তেলের অপচয়রোধে জনগণকে ঘরে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে, দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থাকে বেসরকারিকরণের পরিকল্পনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। অপরদিকে, দেশটিতে নতুন আরও ৮ মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে শ্রীলঙ্কায় এখনো অর্থমন্ত্রীর পদ খালি রয়েছে।
×