ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁ সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ১

প্রকাশিত: ১৯:২১, ২৪ মে ২০২২

নওগাঁ সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ১

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বিজিবি নওগাঁর পিত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১ জন মাদক চোরাকারবারী আটক করেছে। চকচন্ডি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৪/৩এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাটের কয়রাপাড়া এলাকা থেকে ৮০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ ১ জন মাদক চোরাকারবারীকে আটক করে। আটক চোরাকারবারী ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামের মৃত আসাদ উদ্দিনের পুত্র আতিকুল ইসলাম (৪৫)। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে। অপরদিকে একইদিন বেলা ২টায় ১৪ বিজিবির পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার বিকাশ চন্দ্রের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৪/৪ এস থেকে ৩ শ’ গজ এপারে ধামইরহাটের রূপনারায়ন পুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি ঘটনা নিশ্চিত করেছেন।
×