ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ২২২ রানে

প্রকাশিত: ১৮:২৫, ২৪ মে ২০২২

দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ২২২ রানে

অনলাইন ডেস্ক ॥ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৩৬৫ রানে অলআউট হয়ে গেলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে করেছে ১৪৩ রান। এখন দলটি পিছিয়ে আছে ২২২ রানে। এখন দেখার বিষয় তৃতীয় দিন সকালে বাংলাদেশ মাঠে পিচ ও কন্ডিশনের কতটা সহায়তা নিতে পারে। কেননা প্রথম দিন শ্রীলঙ্কা প্রথম সেশনের মাত্র ৭ ওভারের মধ্যে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে আউট করে। আজ দ্বিতীয় দিন প্রথম সেশনে শ্রীলঙ্কা বাংলাদেশের ৪ ব্যাটসম্যানকে আউট করে দেয়। ফলে তৃতীয় দিনের প্রথম সেশনটা বংলাদেশের বোলারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। করুনারত্নে ৭০ ও তাঁর সঙ্গী নাইটওয়াচম্যান কাসুন রাজিতা কোনো রান করে উইকেটে আছেন। আগের দিনের ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে আজ ব্যাট করতে নামে বাংলাদেশ। লাঞ্চ বিরতির সময় বাংলাদেশ ৯ উইকেট হারালে আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় খেলা। তাতেও শেষ উইকেট না পড়ায় মধ্যাহ্নভোজের বিরতির পর আবার খেলতে নামে বাংলাদেশ। কিন্তু লাঞ্চ বিরতির পর ৪ ওভারের মধ্যেই ৩৬৫ রানে অললাউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে দুই ব্যাটসম্যান লিটন ১৪১ ও মুশফিক ১৭৫ রানে অপরাজিত থাকে। অন্য ব্যটসম্যানরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। এই দুই ব্যাটসম্যান গড়েছেন ২৭২ রানের জুটি। শ্রীলঙ্কার রাজিতা৬২ রানে ৫ উইকেট আর আসিতা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশর পক্ষে দুইটি উইকেট পেয়েছেন সাকিব ও এবাদত।
×