ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে আওয়ামী লীগ নেত্রীর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশিত: ১৫:০৫, ২৪ মে ২০২২

বরিশালে আওয়ামী লীগ নেত্রীর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া অনলাইন ব্যানার নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে প্রচার করায় মামলা দায়ের করা হয়েছে। জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা মরহুম এনামুল হক আনাম মিয়ার মেয়ে ও আওয়ামী লীগ নেত্রী মৌরিন আক্তার আশা মনি বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেছেন। আজ মঙ্গলবার সকালে এজাহারে জানা গেছে, মামলায় অভিযুক্ত আসামিরা হলো-একই ইউনিয়নের বাসিন্দা চৌকিদার মোঃ রিয়াদ, খন্দকার মোঃ রাজু, ওলিউল ইসলাম অপূর্ব, শাহিন প্যাদা, শামীম প্যাদা ও নাদিম আল হেলাল। বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রমজানকাঠী গ্রাম বাংলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেত্রী মৌরিন আক্তার আশা মনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি অনলাইনে একটি ব্যানার পোস্ট করেন। ওই ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ছবি ব্যবহার করা হয়। বাদী আরও উল্লেখ করেন, ওই ব্যানার ডাউনলোড করে মামলার এক নাম্বার আসামি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য লিখে পোস্ট করে। যা পর্যায়ক্রমে অন্যান্য আসামিরাও তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করে। গত ১৯ মে বিষয়টি তার (বাদী) নজরে আসলে তিনি উল্লেখিত আসামিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চান এবং তাদের পোস্ট ডিলেট করার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাদের অন্যান্য সহযোগীদের দিয়ে সম্মানহানীকর ওই পোস্ট ফেসবুকে ভাইরাল করে। আওয়ামী লীগ নেত্রী মৌরিন আক্তার আশা মনি বলেন, বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয়জনকে আসামি করে বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছি। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের ছবির ওপর কু-রুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করতে সাহস না পায়, সেজন্যই আমি মামলাটি দায়ের করেছি।
×