ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতিয়ায় অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: ১৪:২৫, ২৪ মে ২০২২

হাতিয়ায় অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী হাতিয়ায় সরকারী জায়গায় ঘর নির্মাণ করে দোকান দেওয়ায় ভেঙ্গে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২২ নং পুকুর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সহাকারী কমিশনার (ভ’মি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি টিম এই উচ্ছেদ অভিযান করেন। জানাযায়, একটি পক্ষ দীর্ঘদিন সরকারী খাস পুকুর পাড়ে ঘর দিয়ে দোকান ঘর চালু করে। কয়েকবার তাদেরকে নোটিশ দিলেও তারা আমলে নেন নি। সর্বশেষ গত সপ্তাহে তাদের পাশে এলাকার অন্য একজন একই জায়গায় নতুন করে ঘর নির্মাণ করতে গেলে ভেঙ্গে দেয় প্রশাসন। সেই সময় আগে দখলে থাকা দোকানের মালিকদেরকে এক সপ্তাহের মধ্যে এসব দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু তারা এই নির্দেশ অমান্য করে। এদিকে আজ মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গিয়ে সেই দোকান দুটি উচ্ছেদ করে। এসময় ভূমি অফিসের লোকজন দোকান ঘরের ভেড়া চাল খূলে নিয়ে আসে। উচ্ছেদের সংবাদ পেয়ে দোকানের মালিক দুইজনই পূর্বেই মামালামাল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, এই পুকুরটি সরকারী খাস সম্পত্তি। দীর্ঘদিন থেকে সরকার এটি ইজারা দিয়ে আসছে। গত কয়েকদিন আগে এই পুকুর পাড়ে মো: তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান খূলে বসে। এর আগে গত বছর আরো দুটি দোকান এই স্থানে নির্মাণ করা হয। এদিকে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বেড়ীবাঁদের উপর একটি গ্রুপ সরকারী জায়গায় ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। কিছু কিছু জায়গা ভূমি অফিসের লোকজনের সহযোগীতায় বন্দোবস্ত নিয়ে ভোগদখল করছে তারা। এব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ বলেন, চরকিং ইউনিয়নের সরকারী জায়গায় নির্মাণ করা দুটি ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। হাতিয়া বিভিন্ন অঞ্চলে সরকারী জায়গায় যে সব ঘর নির্মাণ করা হয়েছে পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।
×