ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১১ বছর পর ১৯তম শিরোপা এসি মিলানের

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ মে ২০২২

১১ বছর পর ১৯তম শিরোপা এসি মিলানের

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালিয়ান সিরি এ লীগে চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান। রবিবার রাতে মৌসুমের শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিক সাসৌলোকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ১৯তম লীগ শিরোপা নিশ্চিত করে স্টেফানো পাওলির দল। ম্যাচটিতে ড্র করলেও শিরোপার স্বাদ পেতো মিলান। সিরি লীগে জুভেন্টাসের টানা ৯ বছরের আধিপত্য ভেঙ্গে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলান। মজার বিষয় হচ্ছে, ইন্টারও ১১ বছর পর ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল। এবার একই সময় পেরিয়ে আপসোস ঘুটিয়েছে মিলানের আরেক ক্লাব। এর ফলে ইতালির শীর্ষ লীগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পাশে নাম লিখিয়েছে এসি মিলান। রেকর্ড ৩৬টি ট্রফি জিতে সবার উপরে আছে জুভেন্টাস। ৩৮ ম্যাচে সর্বোচ্চ ৮৬ পয়েন্ট নিয়ে ১৯তম লীগ শিরোপা জিতেছে এসি মিলান। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ইন্টার মিলান। ৭৯ পয়েন্ট নিয়ে নেপোলি তৃতীয় ও ৭০ পয়েন্ট নিয়ে জুভেন্টাস হয়েছে চতুর্থ।
×