ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল মাতিয়ে দলে উমরান

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ মে ২০২২

আইপিএল মাতিয়ে দলে উমরান

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলের পরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ড সফর সামনে রেখে রোহিত শর্মা, বিরাট কোহলিসহ দলের নিয়মিত সদস্যদের কেউই নেই এই সিরিজে। ফলে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আর চলতি আইপিএলে গতির ঝড় তুলে প্রথমবারের মতো টি২০ দলে ডাক পেয়েছেন উমরান মালিক। ১৩ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। প্রায় সময়ই ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। তরুণ পেসার অর্শদীপ সিংও ডাক পেয়েছেন। এছাড়া টি২০ দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। আইপিএলে খুব ভাল না করলেও দলে জায়গা ফিরে পেয়েছেন ইশান কিষাণ। ভারত টি২০ দল ॥ লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক ও সহঅধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হারদিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয় ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং ও উমরান মালিক।
×