ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডেন বুট সালাহ ও সনের

প্রকাশিত: ২৩:৫৪, ২৪ মে ২০২২

গোল্ডেন বুট সালাহ ও সনের

স্পোর্টস রিপোর্টার ॥ লীগ শিরোপা জিততে পারেননি। তবে ইংলিশ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট ভাগাভাগি করে নিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং টটেনহ্যাম হটস্পারে সন হিউং মিন। ২০২১-২২ মৌসুমে ২৩টি করে গোল করার সৌজন্যে এই পুরস্কার জিতে নেন তারা। সনের চেয়ে ১ গোলে এগিয়ে থেকে রবিবার উলভসের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন মিসরীয় ফরোয়ার্ড সালাহ। ম্যাচে একটি গোলও করেন তিনি। তবে নরউইচ সিটির বিপক্ষে দুই গোলের সৌজন্যে সালাহকে ছুঁয়ে ফেলেন কোরিয়ান সুপারস্টার সন। আর তাতেই এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। এরপর পাঁচ বছরে তিনবার প্রিমিয়ার লীগের মৌসুম সেরা গোলদাতা নির্বাচিত হন সালাহ। অন্যদিকে সন এবারই প্রথম জিতলেন এই খেতাব। যে কারণে তার আবেগটা একটু বেশিই। ম্যাচের পর নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বাস করতে পারছি না। আমি সত্যিই অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছি। শৈশব থেকেই স্বপ্ন দেখতাম গোল্ডেন বুটের। এটা এখন আমার হাতে। বিশ্বাস করতে পারছি না।’ সনের দল টটেনহ্যাম হটস্পারও শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের ফলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করছে। এর ফলে আগামী মৌসুমে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার টিকেটও নিশ্চিত করেছে তারা। অন্যদিকে কপাল পুড়েছে আর্সেনালের। স্পার্শের জয়ে পাঁচে থেকে মৌসুম শেষ করতে হচ্ছে গানারদের। সালাহ-সনের পর ১৮ গোল নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
×