ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালকুঠিতে মেয়র তাপস

ঢাকা হবে পর্যটন নগরী, পথনকশা শুরু করেছি

প্রকাশিত: ২৩:৪৫, ২৪ মে ২০২২

ঢাকা হবে পর্যটন নগরী, পথনকশা শুরু করেছি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানালেন, বাজার নয়- ঢাকা হবে পর্যটন নগরী। যেভাবে ঢাকার জায়গাগুলোকে দখল করা হয়েছে- চারদিকে শুধু বাজার আর বাজার। আমরা চাই, ঢাকা হবে পর্যটন নগরী। ঢাকা হবে ঐতিহ্য ও ইতিহাসের নগরী। এ জন্য আমরা পথনকশা শুরু করেছি। সোমবার রাজধানীর সদরঘাটে লালকুঠি ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ‘উঈঘটচ’ প্রকল্পের আওতাধীন প্রকল্প কার্যাবলী সংক্রান্ত প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রকল্পের বিভিন্ন চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন আইইবি, আইএবি ও বিআইপির সভাপতিসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা। মেয়র তাপস বলেন- আমি অনেক ভেবেছি কীভাবে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করা যায়। আমাদের মূল লক্ষ্য ঢাকাকে সংরক্ষণ করা, শুধু লালকুঠিকে সংরক্ষণ করা নয়। আমাদের প্রাণের ঢাকা, যে ঢাকাকে আমরা খুব ভালবাসি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকাকে সংরক্ষণ করা সম্ভব। বিশ্বব্যাংককে ধন্যবাদ জানাই ঢাকাকে সংরক্ষণ করতে এ প্রকল্পে সহযোগিতা করার জন্য। সচেতন নাগরিকসহ সবাইকে আহ্বান জানাব ঢাকাকে সংরক্ষণ করতে আমাদের সহযোগিতার জন্য। নদীর পাড়ে ঢাকাকে অবস্থিত করা হয়েছিল। নদী হলো আমাদের মূল সম্মুখ। এই সম্মুখকে যদি আমরা জীবিত না রাখতে পারি, পরিশীলিত না করতে পারি তা হলে ভেতরে কেউ ঢাকাকে খুঁজে পাবে না। ভেতরে শুধু থাকবে ইট-বালু আর সিমেন্টের কিছু দালান আর ভবন।
×