ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুনে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম

প্রকাশিত: ২৩:১৮, ২৪ মে ২০২২

জুনে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ অপূর্ব স্বাদ আর গন্ধের কারণে দেশ-বিদেশে প্রসিদ্ধ রংপুরের হাঁড়িভাঙ্গা আম জুনের মাঝামাঝি বাজারে আসছে। কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী এই আম ১৫ জুন গাছ থেকে পাড়া শুরু হবে। তবে প্রচ- গরম থাকলে দু’/একদিন আগেও বাণিজ্যিকভাবে বাজারে হাঁড়িভাঙ্গা আম বিক্রি করতে পারবেন আমচাষীরা। কৃষি অফিস বলছে, গত দুই সপ্তাহের ঝড়-বাতাসে আমের কিছুটা ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকলে শুধু হাঁড়িভাঙ্গা আম বিক্রি করে এ বছর প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন জেলার আমচাষী ও ব্যবসায়ীরা। সঙ্গে গত বছরের মতো এবারও হাঁড়িভাঙ্গা আম বিদেশে পাঠানোর সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। আমচাষীরা বলছেন, এবার আমের ফলনে কাল হয়ে দাঁড়িয়েছে মাত্রাতিরিক্ত হরমোন ব্যবহার। প্রতিটি গাছে শুরুতে যে পরিমাণ আমের গুটি ছিল, তা এখন অর্ধেকে নেমেছে। বাগান কেনা ক্ষুদ্র উদ্যোক্তা ও মৌসুমি ফল ব্যবসায়ীদের পরামর্শে গাছের গোড়ায় হরমোন দিয়ে অতিরিক্ত ফলনের আশায় গুড়েবালি হয়েছে। মাত্রাতিরিক্ত কীটনাশকের প্রভাবে ফিকে হতে বসেছে অনেক আমচাষীর স্বপ্ন।
×