ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষক ও বিমানবাহিনীর সদস্যসহ সড়কে প্রাণ গেল ১৫ জনের

প্রকাশিত: ২৩:১৫, ২৪ মে ২০২২

শিক্ষক ও বিমানবাহিনীর সদস্যসহ সড়কে প্রাণ গেল ১৫ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। তার মধ্যে নাটোরে ট্রলিচাপায় শিক্ষক, কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক, ঝালকাঠিতে গৃহবধূ, ফরিদপুরে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য এবং ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়াও টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু, নেত্রকোনায় বাস-ট্রাকের সংঘর্ষে বাসের চালক ও হেলপার, লক্ষ্মীপুরে রিক্সা উল্টে দেড় বছরের শিশু, ফটিকছড়িতে ট্রাকচাপায় বৃদ্ধ, সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ এবং মাদারীপুরে পিকআপ চাপায় পথচারী নিহত হয়েছেন। এদিকে পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নাটোরের সিংড়ায় কর্মস্থলে যাওয়ার সময় বালি বহনকারী ট্রলির চাপায় আইয়ুব আলী (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব আলী ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর ছেলে ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ফরিদপুর ॥ ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ধূলদী বাজার পাওয়ার প্লান্ট সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় রবিবার রাতে আবুল বাসার (৩৮) নামে বিমান বাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কাতরা গ্রামের আব্দুল আজিজ সর্দারের ছেলে। সম্প্রতি তাকে বিমান বাহিনীর প্রধান কার্যালয় থেকে যশোর বিমানবন্দরে বদলি করা হয়েছে। একটি কাভার্ড ভ্যানে করে বাড়ির মালামাল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই নিহত হন তিনি। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে। একটি মামলা হয়েছে। নিহতের লাশ মায়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধামরাই, ঢাকা ॥ ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়ীয়া এলাকায় রবিবার সন্ধ্যায় সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাজীখালী নদীতে পড়ে গেলে দুজন নিহত এবং ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ধামরাই মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, পাংশা সদরের নেপাল দাসের ছেলে অখিল চন্দ্র দাস ও গোপাল দাসের ছেলে নিখিল চন্দ্র দাস। মির্জাপুর, টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদরের বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে ইয়াছির হোসেন কানন (২৩) এবং একই গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে শহীদুল ইসলাম (২৫)। ইয়াছির ঘটনাস্থলে এবং শহীদুল কুমুদিনী হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে আটক করেছে। নেত্রকোনা ॥ নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসের চালক সবুজ মিয়া ও হেলপার সোহেল মিয়া। সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল এলাকায়। আর সোহেল মিয়ার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়। আহত যাত্রীদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুর, লক্ষ্মীপুর ॥ রায়পুরে সোমবার সকালে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রিক্সা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইশরাত জাহান (২) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মানথি বাড়ির মোঃ ইউসুফের (৪০) মেয়ে। ফটিকছড়ি, চট্টগ্রাম ॥ উপজেলার ভুজপুর থানার সুয়াবিলের চুরখাঁহাট এলাকায় সোমবার সকালে ট্রাকচাপায় আবুল কাসেম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার সময় আবুল কাসেম গরু নিয়ে মাঠে যান। ওই সময় ক্লান্ত বোধ করলে তিনি সড়কের ধারে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে আবুল কাসেমকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরা ॥ সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাবেয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রাবেয়া কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী। রাবেয়া আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ার মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর ॥ জেলার ইটেরপুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোমবার সকালে পিকআপ চাপায় সুলতান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সুলতান জয়পুরহাটের ক্ষেতলাল এলাকার বাসিন্দা। সদর মডেল থানার ওসি (তদন্ত) এ এইচ এম সালাউদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুর ॥ নাজিরপুরে গত ১৫ মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে নিত্যানন্দ মজুমদার (৫৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের মৃত কুমদ বিহারী মজুমদারের ছেলে ও উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নরসিংদী ॥ মাধবদী উপজেলায় সোমবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের একটি ত্রাণবাহী পিকআপভ্যানের সঙ্গে ঢাকাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ত্রাণবাহী পিকআপ ভ্যান চালক সেলিম মিয়া ও সহকারী নজরুল ইসলাম আহত হন। আহত দুজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
×