ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার গণকমিশন নেতাদের সম্পদের উৎস খুঁজতে দুদকে স্মারকলিপি

প্রকাশিত: ২৩:১০, ২৪ মে ২০২২

এবার গণকমিশন নেতাদের সম্পদের উৎস খুঁজতে দুদকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ গণকমিশন নেতাদের সম্পদের উৎস খুঁজতে দুদকে স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ। সোমবার দুপুরে দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন ফোরামের নেতারা। চেয়ারম্যানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দুদক সচিব মাহবুব হোসেন। ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ নামের সংগঠনের প্রধান উপদেষ্টা দেওনার পীর মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১১ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে দুদকে যান। মিজানুর রহমান চৌধুরী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির। স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা মিজানুর রহমান চৌধুরী বলেন, নিম্নবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত শিক্ষার্থীরা কওমি মাদ্রাসা থেকে শিক্ষা নেয়। সরকারী অনুদান না নিয়ে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিক্ষিত জাতি গঠনে আমরা নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি, অথচ আমাদের উৎসাহ না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা এসব হীন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি জানান, সরকারের সঙ্গে সংঘাত ঘটাতে এসব কর্মকাণ্ড করা হচ্ছে। যারা আমাদের রাজপথে নামতে বাধ্য করছে তাদের অভিযোগ প্রতাহারের জন্য আমরা দুদককে আহ্বান জানিয়েছি। পাশাপাশি তাদের আয়-ব্যয় ও অর্থের উৎস খুঁজে বের করতে আমরা দুদককে অনুরোধ করেছি। স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন ফোরামের প্রধান উপদেষ্টা গাজীপুর দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
×